ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গর্ত বোজাতে রাস্তায় কুমির

প্রকাশিত: ০৬:৪১, ২১ জুন ২০১৫

গর্ত বোজাতে রাস্তায় কুমির

শহরের রাস্তা ভর্তি খানাখন্দে। চলতি বর্ষার পানিতে রাস্তার অবস্থা আরও বেহাল। সে সব দেখেই ভারতের বেঙ্গালুরুর এক শিল্পী রাজ্য সরকারের দৃষ্টি আর্কষণ করতে তৈরি করেন একটা কুমির। আর তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। শুক্রবার রাত পোহাতেই শুরু হয় রাস্তা মেরামতের কাজ। শিল্পী বাদল নানজুন্দাস্বামীর এই প্রতিবাদে বৃহস্পতিবার থেকে এই কুমির নিয়ে সরগরম বিভিন্ন সোশ্যাল মিডিয়া। সংবাদমাধ্যমকে শিল্পী জানিয়েছেন, শহরের রাস্তাগুলোর অবস্থা দেখে খারাপ লেগেছিল তার। রাস্তার কোথাও বড় গর্ত, আবার কোথাও পানির পাইপ লাইনের অসমাপ্ত কাজ। তাই তিনি রাস্তার গর্তে ছোট কৃত্রিম পুকুর বানিয়ে তাতে একটি কুমির তৈরি করে শহরের বাসিন্দাদের অবাক করে দেন। বৃহস্পতিবার তিনি জানান, এই প্রতিবাদের পরে সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেয়া। বাদলের এই কুমির তৈরিতে খরচ হয়েছে প্রায় ছ’হাজার রুপী। কুমিরটি লম্বায় প্রায় নয় ফুট। স্থানীয় এক বাসিন্দা বলেন, বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় একটা কুমির দেখে আঁতকে উঠেছিলাম। বোঝাই যাচ্ছে না ওটা নকল। -আনন্দবাজার পত্রিকা দুশ্চিন্তায় ভোগার ঝুঁকি বাড়ায় বসে কাজ কায়িক পরিশ্রম কম হলে (বসে কাজ করলে কায়িক পরিশ্রম কম হয়) দুশ্চিন্তায় ভোগার ঝুঁকি বাড়ে। টিভি দেখা, কম্পিউটারে কাজ করা বা গেম চালানো- এসবই বসে করা কাজ। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। দুশ্চিন্তায় ভোগা একটি মানসিক সমস্যা। পৃথিবীতে দুই কোটি ৭০ লাখ মানুষ এই রোগে ভুগছেন। এর আগে বিভিন্ন গবেষণায় দেয়া গেছে, বসে কাজ করার সঙ্গে বিভিন্ন শারীরিক সমস্যা যেমন, স্থূলতা, হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস ও অস্থিমজ্জা সংক্রান্ত বিভিন্ন রোগের সম্পর্ক রয়েছে। তবে মানসিক স্বাস্থ্যের সঙ্গে বসে করা কাজের সম্পর্ক নিয়ে এর আগে খুব একটা গবেষণা হয়নি। নতুন এ গবেষণাটিই দুশ্চিন্তা, উদ্বেগের সঙ্গে বসে করা কাজের সম্পর্ক নিয়ে প্রথম কোন নিয়মানুগ পর্যালোচনা। গবেষণা দলের প্রধান মেগান টিচেন বলেছেন, কতটা সময় বসে থাকা হচ্ছে তার সঙ্গে উদ্বেগ কিংবা দুশ্চিন্তা বাড়ার মধ্যে যোগসূত্র থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে বিষয়টি ভালভাবে বুঝতে আরও গবেষণার প্রয়োজন। -ওয়েবসাইট
×