ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লিবিয়ায় নিহত হায়দার আলীর লাশ কালকিনিতে

প্রকাশিত: ০৫:৩৯, ২০ জুন ২০১৫

লিবিয়ায় নিহত হায়দার আলীর লাশ কালকিনিতে

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ১৯ জুন ॥ অনেক স্বপ্ন নিয়ে ২ বছর আগে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের হায়দার আলী (৩৫) নামের এক যুবক পাড়ি দিয়ে ছিলেন লিবিয়ায়। অভাবের সংসারে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে রাতকে দিন করে অর্থ উপার্জন করাই ছিল তার উদ্দেশ্য। অর্থ উপার্জন করে বাবা-মা ও স্ত্রী সন্তানদের সুখে রাখবে এ আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু হলো না তার সেই স্বপ্ন পূরণ। গত ৮ জুন গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে শোকে ভেঙ্গে পড়ে অসহায় পরিবারটি। অবশেষে ১৫ দিন পর লিবিয়া থেকে হায়দার আলীর লাশ শুক্রবার দুপুরে কালকিনির নিজ গ্রামে পৌঁছে। হায়দার আলী কাজ থেকে বাসায় ফিরে গত ৪ জুন বিকালে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয়। তাকে লিবিয়ার রাজধানী ত্রিপলীর একটি হাসপালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৮ জুন সন্ধ্যায় মৃত্যু হয়। হায়দার আলীর সংসারে রয়েছে স্ত্রী মাফুজা বেগম ও মা সুরাতন বেগম। দুই শিশু পুত্র হাফিজুল ইসলাম (২) এবং ৮ মাস বয়সের হোসাইন।
×