ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাস্থ্যসচেতনমূলক ধারাবাহিকে রিয়াজ

প্রকাশিত: ০৫:৩২, ২০ জুন ২০১৫

স্বাস্থ্যসচেতনমূলক ধারাবাহিকে রিয়াজ

সংস্কৃতি ডেস্ক ॥ প্রথমবারের মতো স্বাস্থ্যসচেতনমূলক ধারাবাহিক নাটকে অভিনয় করলেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ। বিবিসি মিডিয়া এ্যাকশন প্রযোজিত ধারাবাহিক নাটকের নাম ‘উজান গাঙের নাইয়া’। রফিকুল ইসলাম পল্টু ও শুভাশিষ সিনহার চিত্রনাট্য ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন বাশার জর্জিস। রিয়াজ ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন চম্পা, তারিক আনাম খান, ফারহানা মিলি, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, স্পর্শিয়া, তিতাস জিয়া, আফরোজা বানু, রিকিতা নন্দিনী শিমু, পুতুল, ফজলুল হক প্রমুখ। আগামী ২৩ জুন মঙ্গলবার থেকে এটিএন বাংলায় নাটকটির প্রচার শুরু হযে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে নির্মিত হয়েছে পারিবারিক বিনোদনমূলক এ ধারাবাহিকটি। এছাড়া এই নাটকের অভিনয় শিল্পী, গর্ভবতী মা ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান নাটকের পরে প্রচার হবে এটিএন বাংলায় প্রতি বুধবার রাত ৯-৩৫ মিনিটে। নতুন এই সিরিজে আনিকাকে চিন্তা-চেতনায় পরিণত এক স্বাস্থ্যকর্মী হিসেবে শহরের বস্তিতে গর্ভবতী মায়েদের সেবা দিতে দেখা যায়। আর এখান থেকেই নিজের জীবনের ভিন্ন এক লক্ষ্যকে সামনে নিয়ে আনিকা স্বাস্থ্যকর্মী হিসেবে তার নতুন যাত্রা শুরু করে এ দেশের প্রত্যন্ত এক জেলেপল্লীতে। এছাড়া গল্পের এই পর্যায়ে দর্শকের পরিচয় ঘটে ডাক্তার নাইমের সঙ্গে; আনিকার মতোই জীবনের নানা ঘাত-প্রতিঘাত যাকে পৌঁছে দেয় একই জেলেপল্লীতে। একদিকে সমুদ্রের বিস্তীর্ণ জলরাশি আর অন্যদিকে সম্পূর্ণ অচেনা এক পরিবেশে একই লক্ষ্য নিয়ে কাজ করে চলা আনিকা ও নাইম কী করে তাদের অতীতকে পেছনে ফেলে পরস্পরের সহযাত্রী হয়ে সামনে এগিয়ে যায় সেই গল্পই উঠে এসেছে নাটকে। সেই সঙ্গে নাটকে ফুটিয়ে তুলেছে আনিকা ও নাইমের প্রেরণায় জীবনের কঠিনতম চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ-সরল আর অসাধারণ কিছু মানুষের গল্পও। এদিকে নাটকটির সম্প্রচার শুরু উপলক্ষে বিএফডিসিতে এক প্রিমিয়ার শো ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পলিসি এ্যান্ড গ্লোবাল প্রোগ্রামসের ডিরেক্টর জেনারেল নিক ডায়ার এবং নাটকের কলা-কুশলীসহ অন্যরা। প্রসঙ্গত, ‘উজান গাঙের নাইয়া’ যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে পরিচালিত ‘বিবিসি আগমনী’ প্রজেক্টের একটি অংশ। আর এই প্রকল্পটির লক্ষ্য হলো গণমাধ্যমের শক্তিকে কাজে লাগিয়ে এ দেশের মানুষের মধ্যে গর্ভ ও প্রসবকালীন সঠিক আচরণ ও অভ্যাসগুলো গড়ে তুলতে সাহায্য করা।
×