ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেশিরভাগ ক্যাঙ্গারুই বাঁহাতি

প্রকাশিত: ০৫:২৮, ২০ জুন ২০১৫

বেশিরভাগ  ক্যাঙ্গারুই  বাঁহাতি

নিজেদের পরিচর্চা ও খাওয়ানোর মতো সাধারণ কাজে বেশিরভাগ ক্যাঙ্গারু তাদের বাম হাত ব্যবহার করে। নতুন করা এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষকরা বলেছেন, মানুষের বাইরে অন্য কোন প্রাণীর হাত ব্যবহার বিষয়ক প্রথম গবেষণা এটিই। একাধিক বন্য প্রজাতিকে ঘণ্টাব্যাপী পর্যবেক্ষণের পর এ তথ্য পাওয়া গেছে। ক্যাঙ্গারুদের মধ্যে দুই প্রজাতি বাঁহাতি। অন্য মারসুপিয়ালদের (যারা চার পায়ে হাঁটে) ক্ষেত্রে এমন প্রবণতা দেখা যায়নি। গবেষণাপত্রটি কারেন্ট বায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবাগ স্টেট ইউনিভার্সিটির গবেষকরা অস্ট্রেলিয়ায় এ গবেষণার ফিল্ডওয়ার্ক করেছে। ইউনিভার্সিটি অব তাসমানিয়ার পিএইচডি শিক্ষার্থী এবং বন্যপ্রাণী বিষয়ক পরিবেশ বিজ্ঞানী জানিন ইনগ্রাম ওই গবেষকদের সঙ্গে কাজ করেছেন। তবে জানিন বলেছেন, এই কাজের সময় কিছু সংশয় দেখা দিয়েছিল।-বিবিসি
×