ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুম্বাইয়ে বিষাক্ত মদ পানে ৩৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:২৭, ২০ জুন ২০১৫

মুম্বাইয়ে বিষাক্ত   মদ পানে ৩৩  জনের মৃত্যু

মুম্বাইয়ের মালাদ শহরতলির লক্ষ্মীনগরে বৃহস্পতিবার বিষাক্ত মদ পান করায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। শুক্রবার পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপির। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার ধনঞ্জয় কুলকার্নি বলেন, বিষাক্ত মদ পানের পর বুধবার সকালে তারা অসুস্থ হয়ে পড়ে। বিষাক্ত মদ পান করে ৩৩ জন মারা গেছে এবং এ ঘটনায় আরও ১০ জন মৃত্যুর সঙ্গে লড়ছে।’ নিরাপত্তা বাহিনীর অপরাধ দমন শাখার সদস্যরা ঘটনাটি খতিয়ে দেখছে এবং তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন সন্দেহভাজনকে আটক করেছে। মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস এ বিষয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। ভারতজুড়েই বেআইনীভাবে প্রস্তুত মদের ব্যবহার ব্যাপক। কখনও কখনও এই মদ এক ডলারেরও কম দামে বিক্রি হয়। এই মদ খেয়ে প্রায় দেশটিতে মৃত্যুর ঘটনা ঘটে থাকে। গত জানুয়ারি মাসে ঘরে তৈরি বিষাক্ত মদ পান করার পর উত্তর প্রদেশের লক্ষেèৗর কাছে ৩১ জনের বেশি লোকের মৃত্যু হয়। এছাড়া উত্তর প্রদেশে ঘরে তৈরি বিষাক্ত মদ পান করে ৩৬ জনের বেশি গ্রামবাসী মারা যাওয়ার ঘটনায় ২০১৩ সালের অক্টোবর মাসে পুলিশ ১২ জনকে গ্রেফতার করে।
×