ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাশকতার তিন মামলায় ফখরুলের জামিন

প্রকাশিত: ০৫:৫৫, ১৯ জুন ২০১৫

নাশকতার তিন মামলায় ফখরুলের জামিন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাশকতার তিন মামলায় অভিযোগপত্র না দেয়া পর্যন্ত জামিন পেয়েছেন। বিচারপতি মোঃ নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের ডিভিশণ বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ্যাডভোকেট এজে মোহাম্মাদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। এ সময় আদালতে আসামিপক্ষে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার বদরোদ্দোজা বাদলসহ বিএনপিপন্থী অন্য আইনজীবীরা। সুপ্রীমকোর্টের আইনজীবী সগীর হোসেন লিওন হাইকোর্টে মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদনগুলো দায়ের করেন। এর আগে গত ১৬ এপ্রিল মির্জা ফখরুলকে ছয় মাসের জামিন দিয়েছিল নুরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ। একইসঙ্গে মির্জা ফখরুলকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত। ওই রুলের ওপর শুনানি শেষ করার পর এই আদেশ দেয় আদালত। মামলার বিবরণ থেকে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিকল্পনা অনুযায়ী পল্টন এলাকায় হরতালের সময় গাড়ি ভাঙচুর করেন বিএনপির পিকেটাররা। এজন্য ফখরুল ইসলামসহ ২৪ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করে পল্টন থানার পুলিশ। এছাড়াও নাশকতার কাজে উস্কানি, প্ররোচ ও পরিকল্পনা অনুযায়ী পল্টন এলাকায় হরতালের মাঝে গাড়ি ভাঙ্গচুরের অভিযোগে গত ৪ জানুয়ারি মতিঝিল ও পল্টন থানায় পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ। আর গত বছরের ২৯ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি একই অভিযোগ এনে পল্টন থানায় অপর দুটি মামলা দায়ের করে পুলিশ।
×