ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ম্যাগি নুডলসে সীসা মিললে বন্ধ করা হবে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৫৫, ১৯ জুন ২০১৫

ম্যাগি নুডলসে সীসা মিললে বন্ধ করা হবে ॥ তোফায়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ল্যাবরেটরি পরীক্ষায় সীসা ধরা পড়লে বাংলাদেশেও ম্যাগি নুডলস বাজারজাতকরণ বন্ধ করার আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তবে এ বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার পরই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ের নিজ দফতরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। যদিও ইতোমধ্যে ভারত-সিঙ্গাপুরসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ম্যাগি নুডলস সরকারীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশেও ম্যাগি নুডলসের স্বাস্থ্যগতমান নিয়ে প্রশ্ন উঠেছে। তবে দেশে পণ্যের মান পরীক্ষা-নিরীক্ষার সব সংস্থার প্রতিবেদন যাচাই-বাছাই করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। ইতোমধ্যে আন্তর্জাতিক ব্র্যান্ডের এ পণ্যটির মান যাছাইয়ে নিয়ন্ত্রণকারী সংস্থা (বিএসটিআই), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি বিজ্ঞান অনুষদে ম্যাগি নুডলসের পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। এসব পরীক্ষায় সীসা ধরা পড়লে দেশেও ম্যাগি নুডলস বাজারজাত বন্ধ করা হবে।
×