ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুনতাসীর মামুন

কেন আলবদরদের জন্য ফাঁসিও যথেষ্ট নয়

প্রকাশিত: ০৫:৫০, ১৯ জুন ২০১৫

কেন আলবদরদের জন্য  ফাঁসিও যথেষ্ট নয়

যদি আপনাদের ঘরের দহলিজগুলো আপনাদের জন্য বন্ধ এবং আরাম আলয়গুলির প্রশস্ততা আপনাদের জন্য সঙ্কীর্ণ করে দেয়া হয় তাহলে হিজরত করে চলে যাবেন। কেননা হিজরত হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি পালন পথে অনিবার্য সফর। [বিস্তারিত চতুরঙ্গ পাতায়, পৃষ্ঠা-৭] হিজরত আল্লাহর সর্বশেষ নবীর সুন্নত।... ওহে আমার ভাইয়েরা, কার জানা আছে যে, আগামীকাল আমাদের মধ্যে কে জীবিত থাকবে এবং কার সঙ্গে কার দেখা হবে। আর ওখানে তো অবশ্যই সাক্ষাত হবে। তবে এই জগত ছেড়ে যাওয়ার আগে সেই চেহারাগুলো প্রাণভরে দেখে নিন, এই রক্তগুলোর সঙ্গে শেষবারের মতো আলিঙ্গনবদ্ধ হোন। কারণ হয়ত আর একবার এখানে এভাবে একত্রিত হতে পারব না। তবে আমাদের প্রতিপালক যদি চান আর যদি তিনি চান তাহলে আমরা আবারও এখানে মিলিত হতে পারি। সাথীরা, বন্ধুরা, ভাইয়েরা,
×