ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাতার এয়ারওয়েজ আবারও সেরা

প্রকাশিত: ০৬:৫৪, ১৮ জুন ২০১৫

কাতার এয়ারওয়েজ আবারও সেরা

যাত্রীদের জন্য সুযোগ-সুবিধা, কেবিনের পরিবেশ, খাবারের মান ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে ২০১৫ সালের সেরা এয়ারলাইন হিসেবে মনোনীত হয়েছে কাতার এয়ারওয়েজ। ১১০টি দেশের প্রায় দুই কোটি যাত্রীর জরিপের ওপর যুক্তরাজ্যভিত্তিক এয়ারলাইন, এয়ারপোর্ট রিভিউ এবং র‌্যাঙ্কিং সাইট ‘স্কাইট্রেক্স’ এ ঘোষণা দিয়েছে। এর আগে ২০১১ ও ২০১২ সালেও একই সম্মানে ভূষিত হয় এয়ারলাইনটি। এ সম্মানে ভূষিত হওয়ার পেছনে এয়ারলাইনটির সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আকবর আল বাকের। তালিকায় থাকা শীর্ষ ১০ এয়ারলাইনের মধ্যে অন্যগুলো হলো- এএনএ, ক্যাথে প্যাসেফিক, এমিরেটস, ইতিহাদ, ইভিএ, গারুদা ইন্দোনেশিয়া, কান্তাস, সিঙ্গাপুর এয়ারলাইন্স ও টার্কিশ এয়ারলাইন্স। আর কম খরচে এয়ারলাইন হিসেবে টানা সপ্তমবারের মতো মনোনীত হয়েছে এয়ার এশিয়া। -অর্থনৈতিক রিপোর্টার বরিশালে অটো রাইস মিলের উদ্বোধন ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ¦বর্তী গৌরনদীর বার্থী এলাকায় বুধবার সকালে অত্যাধুনিক এলাহী অটো রাইসমিলের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ শাহ আলম খান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মিলের উদ্বোধন করেন। এ উপলক্ষে এলাহী অটো রাইসমিলের সম্মুখে মিলের স্বত্ব¡াধিকারী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সীর সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আবুল হোসেন মিয়া। -স্টাফ রিপোর্টার, বরিশাল ক্ষুদ্র ঋণ বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জাতীয় মহিলা সংস্থার ব্যবস্থাপনায় জেলার গৌরনদী উপজেলার ১১২জন নারীর মাঝে বুধবার দুপুরে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। দর্জি কাজ, হাঁস-মুরগি পালন, গাভী পালন, মৎস্য চাষ, ক্ষুদ্র ব্যবসা প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ঋণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী। মহিলা সংস্থার উপজেলা শাখার সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা শেখ মোঃ জহির উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা সংগঠক মোঃ নুরুজ্জামান, সহিদুল ইসলাম, ভবরঞ্জন হাজরা, ট্রেড প্রশিক্ষক কাকলী খানম প্রমুখ। শেষে ১১২ জন নারীর মাঝে ১২ লাখ ৪৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
×