ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্ট্যান্ডার্ড ব্যাংকের মোবাইল ব্যাংকিং ও ১০০ তম শাখা উদ্বোধন

প্রকাশিত: ০৬:৫২, ১৮ জুন ২০১৫

স্ট্যান্ডার্ড ব্যাংকের মোবাইল ব্যাংকিং ও ১০০ তম শাখা উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোবাইল ব্যাংকিং সেবা ‘স্পট ক্যাশ’ ও কাওরান বাজারে শততম শাখা উদ্বোধনের মাধ্যমে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল বেসরকারী খাতের অন্যতম স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘মিট দ্য প্রেস‘ আয়োজন করা হয়। এতে ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন। কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ১৯৯৯ সালের ৩ জুন স্ট্যান্ডার্ড ব্যাংক প্রধানমন্ত্রীর হাতে যাত্রা শুরু করে। গত ১৬ বছরে ব্যাংকটি সবার আস্থা কুড়িয়েছে। এই ১৬ বছরে ব্যাংকে কোন অনিয়ম হয়নি উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাংক নিরাপদ ও আস্থার প্রতীক। এ ব্যাংকের পরিচালকরা টাকা নিয়ে পালিয়ে যান না। ব্যাংকের চেয়ারম্যান বলেন, সব ধরনের প্রযুক্তিনির্ভর সেবা দিচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক। মানিগ্রামসহ বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা দ্রুত আনয়ন করা হচ্ছে। এছাড়াও আমাদের রয়েছে ইন্টারনেট ও এসএমএস ব্যাংকিং সেবা। তিনি বলেন, সঞ্চয়পত্রের সুদ হার কমানোর কারণে ব্যাংকের আমানতের সুদ হার কমছে। এতে ঋণের সুদ হারও অনেক কমে গেছে। তবে ঋণের সুদ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা অনেক কঠিন ব্যাপার। কেননা নামমাত্র সুদে কোন আমানতকারী ব্যাংকে টাকা জমা রাখবে না। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কাওরান বাজারে ব্যাংকের শততম শাখা উদ্বোধনকালে এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি বলেন, এ সরকার অর্থনীতিতে শক্তিশালী। কেননা পদ্মা সেতু নির্মাণে ব্যাংক থেকে টাকা দিতে চেয়েছিলাম, সরকার তা নেয়নি। পদ্মা সেতু হলে দেশের জিডিপি ৮ শতাংশ ছাড়িয়ে যাবে। নাজমুস সালেহীন বলেন, অনলাইন, মোবাইল ব্যাংকিং, এটিএম কার্ড, এজেন্ট ব্যাংকিংসহ প্রযুক্তি নির্ভর সব সেবা দিয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক। বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১১ হাজার কোটি টাকা। ব্যাংকের গ্রাহকদের আমানতের পরিমাণ ৯ হাজার কোটি টাকা। মিট দ্য প্রেসে ব্যাংকের পরিচালক ফিরোজুর রহমান, এসএএম হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, গুলজার আহমেদ ও মোঃ জাহেদুল হক উপস্থিত ছিলেন।
×