ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লাফার্জ সুরমার স্পট মার্কেটে লেনদেন আজ

প্রকাশিত: ০৬:৫০, ১৮ জুন ২০১৫

লাফার্জ সুরমার স্পট মার্কেটে লেনদেন আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের বৃহস্পতিবার স্পট মার্কেটে লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার ও ৩০ জুন মঙ্গলবার এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। আর কোম্পানির রেকর্ড ডেট আগামী ২ জুলাই বৃহস্পতিবার। রেকর্ড ডেটের কারণে ওইদিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে। এর আগে কোম্পানিটির গত পাঁচ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এনসিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের উদ্যোক্তা আনোয়ার পাশা শেয়ার বেচার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা পরিচালক ১১ লাখ শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৪৬ লাখ ৭ হাজার ৪৮৮ শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে বেচতে পারবেন। উল্লেখ্য, বুধবারে এনসিসি ব্যাংকের শেয়ার ৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হচ্ছে।
×