ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রীস সরকার দেশবাসীকে বিভ্রান্ত করছে

প্রকাশিত: ০৬:৪৬, ১৮ জুন ২০১৫

গ্রীস সরকার দেশবাসীকে বিভ্রান্ত করছে

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জাঁ-ক্লদ জাঙ্কার কমিশনের বেইল-আউট প্রস্তাব নিয়ে গ্রীসের ভোটারদের বিভ্রান্ত করার দায়ে সে দেশের সরকারকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, সরকার ঐ প্রস্তাব নিয়ে সত্য কথা বলেনি। গ্রীসের ঋণদাতারা দেশটিকে অপমানিত করার চেষ্টা করছে বলে গ্রীক প্রধানমন্ত্রী আলেক্সিস সিপরাস মন্তব্য করার প্রেক্ষাপটে জাঙ্কার ঐ অভিযোগ করেন। জাঙ্কার বলেন, আমি গ্রীক জনগণকে এমন কিছু বলার দায়ে গ্রীক সরকারকে অভিযুক্ত করছি, যা গ্রীক প্রধানমন্ত্রীকে আমার বলা কথার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সিপরাস বলেন যে, ঋণদাতারা বিদ্যুতের ওপর ভ্যাট বাড়াতে চায়। অন্যান্য গ্রীক মন্ত্রীরা ওষুধপত্রের ওপর বিক্রয় কর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করেন। কিন্তু জাঙ্কার বলেন, আমি ওষুধপত্র ও বিদ্যুতের ওপর ভ্যাট বাড়ানোর পক্ষে নই এবং প্রধানমন্ত্রী সেটি জানেন। এটি এক বড় রকমের ভুলই হবে। তিনি আরও বলেন যে, কমিশন আসলেই কি প্রস্তাব করছে গ্রীক সরকার তা ঠিকমত বললে গ্রীসের ভেতর ও বাইরে বিতর্ক সহজ হবে। গ্রীক অর্থমন্ত্রী জেনিস ভারুফাকিস ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রস্তাবে ভ্যাট বাড়ানোর বিষয়ে কথা রয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, জাঙ্কার যে দলিলটি সিপরাসকে দিয়েছিলেন তা জাঙ্কার হয় পড়েননি নয়তো তিনি তা পড়লেও তাতে কি ছিল সেটি ভুলে যান। সিপরাস মঙ্গলবার বলেন যে, কেবল গ্রীক সরকারকেই নয়, সমগ্র জাতিকেও অপমানিত করতে ইইউ ও আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএফএম) পেনশন হ্রাস ও কর বাড়াতে চায়। তিনি আরও বলেন, গ্রীসে কৃচ্ছ্রনীতি গৃহীত হওয়ার জন্য আইএমএফই “অপরাধীর মতই দায়ী। এ নীতিই দেশটির অর্থনীতিকে মন্দার মুখে ঠেলে দিয়েছে। গ্রীসকে জুন মাস শেষ হওয়ার আগেই এর ঋণদাতাদের সঙ্গে কোন চুক্তি করতে হবে, নতুবা সে আইএমএফের পাওনা ১৬০ কোটি ইইরো (১১০ কোটি পাউন্ড) পরিশোধে খেলাপি হতে পারে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেন যে, গ্রীস ও এর ঋণদাতাদের উভয়েরই উচিত বিশ্বের অর্থ বাজারে অস্থিরতা সৃষ্টি না করে গ্রীসের অর্থনীতিকে পুনরুদ্ধার করার লক্ষ্যে কাজ করা। -বিবিসি
×