ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এআইইউবি ফুটবল

প্রকাশিত: ০৬:৩৮, ১৮ জুন ২০১৫

এআইইউবি ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উদ্যোগে ‘এআইইউবি চ্যাম্পিন্স লীগ ফুটবল ফাইনাল বনানী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। মোট ৩২ দল অংশ নেয়। ফাইনালে মালমো এফএফ (সিএসই) ২-০ গোলে লিভারপুল (বিবিএ) দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আর্সেনাল (সিএসই) দলের সাজু টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলার প্রফেসর প্রফেসর ড. চার্লস সি ভিলোনোভা, পরিচালক (বিবিএ প্রোগ্রাম) ও কো-অর্ডিনেটর (অফিস অব স্পোর্টস) খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। গল টেস্টে বৃষ্টির বাগড়া স্পোর্টস রিপোর্টার ॥ গলে শ্রীলঙ্কা ও সফরকারী পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে খেলা পুরোটাই বৃষ্টি খেয়ে নিয়েছে! স্থানীয় সময় সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই মুষলধারে বৃষ্টি হওয়ায় টস পর্যন্ত হতে পারেনি। লাঞ্চের পর বেলা পৌনে দুইটায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি এবং আগস্টে ভারত সিরিজের প্রথম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন বলে স্পটলাইটে স্বাগতিকদের বড় তারকা কুমার সাঙ্গাকারা।
×