ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাছ ধরার ঝুড়ি

প্রকাশিত: ০৫:৫৮, ১৮ জুন ২০১৫

মাছ ধরার ঝুড়ি

স্বামী, এক ছেলে, এক মেয়ে ও শ্বশুর-শাশুড়ি নিয়ে দীপা দাসের (৩০) সংসার। মাছ ধরা ও মাছ রাখর জন্য ঝুড়ি তৈরি করাই পরিবারটির পেশা। বর্ষাকালে এ ধরনের ঝুড়ির চাহিদা বেড়ে যায়। দীপা দাস জানিয়েছেন, সারাদিনে দুটি ঝুড়ি বোনা সম্ভব। এগুরো বিক্রি করে আয় হয় ৫শ’ থেকে ১ হাজার টাকা। তাই এ সময়ে তাদের আয়ও কিছুটা বেড়ে যায়। ঢাকার ডেমরা এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×