ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতের লক্ষ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ

প্রকাশিত: ০৬:২৫, ১৭ জুন ২০১৫

ভারতের লক্ষ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ

স্পোর্টস রিপোর্টার ॥ টিম হোটেল নিয়ে বেজায় অসন্তুষ্ট টিম ইন্ডিয়া। পছন্দের খাবার চেয়ে পাচ্ছেন না। টিম হোটেলে ঘোরাফেরার বিষয়েও আছে নিষেধাজ্ঞা। এমন অবস্থায় টিম হোটেল ছেড়ে অন্য হোটেলেই যেতে চান ধোনি, কোহলিরা। তা বোধ হয় হচ্ছে না। সেই মানের হোটেলই যে নেই। তবে অনুশীলনে যথেষ্ট সুযোগ সুবিধাই পাচ্ছেন ধোনিবাহিনী। তাতে সন্তুষ্টও তারা। আর এই সন্তুষ্টি পুরো ওয়ানডে সিরিজ জুড়েই রাখতে চান। সুরেশ রায়নাত বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার আশাই প্রকাশ করেছেন। বলে দিয়েছেন, ‘তিন ম্যাচেই জিততে চাই।’ বাংলাদেশ দল অনুশীলন শেষ করে যখন দুপুরে হোটেলের উদ্দেশে রওনা দিচ্ছে। ঠিক এমন সময় ভারত দলের ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হয়েছেন। বাংলাদেশ দল এক ঘণ্টা বেশি অনুশীলন করলেও, ভারত সময় মতোই অনুশীলন করেছে। অনুশীলন শেষে রায়নাই ১৮, ২১ ও ২৪ জুনের ম্যাচ জেতার কথা জানিয়ে দিয়েছেন। অবশ্য এটাও স্বীকার করেছেন, ভারত যে শক্তিশালী দল পাঠিয়েছে তা বাংলাদেশকে ভাবনায় নিয়েই। রায়নাই জানালেন, ‘আইপিএলের পর টেস্টেও শক্তিশালী দল এসেছে। ওয়ানডে পুরো শক্তির দলই এসেছে। বাংলাদেশ সম্প্রতি ওয়ানডেতে অনেক ভাল খেলছে। আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এ সিরিজ। আমরাও সম্প্রতি ওয়ানডেতে ভালই খেলেছি।’ তবে বাংলাদেশকে নিয়ে নয়, নিজেদের নিয়েই ভাবতে চায় ভারত। রায়নাই যেমন বললেন, ‘ড্রেসিংরুমে অনেক ইতিবাচক কিছু মিলবে। ধোনি আছেন। কোহলি টেস্টে ভাল করেছেন। বৃষ্টির পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড দারুণভাবে নেট অনুশীলনের ব্যবস্থা করেছে। যদি বুধবার বৃষ্টি না হয়, তা আমাদের জন্য ভাল হবে। আরেকটি অনুশীলন সেশন পাব।’ বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রশংসাও করেছেন রায়না। বলেছেন, ‘তাদের মাশরাফি আছে। তামিম ইকবাল আছেন। সাকিব আল হাসানও আছেন। অনেক ভাল ব্যাটিং করেন। বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। তবে আমাদের দল নিয়েই ভাবছি। আমরা প্রতি ম্যাচ এনজয় করতে চাই। আমরা নিজেদের দল নিয়েই ভাবছি। জিততে এসেছি। প্রতি ম্যাচ জিততে চাই।’ বিশ্বকাপে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। সেই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তগুলোও ছিল নেতিবাচক। তাতে বাংলাদেশ হেরেছে। বিশ্বকাপের পর চাপ কী কম? রায়না বলেন, ‘আমি তা নিয়ে চিন্তা করি না। বিশ্বকাপে চাপ থাকেই। তবে সব ম্যাচই চাপের। সব ম্যাচেই পারফর্ম করতে হবে। জিততে হবে।’ বৃষ্টি নিয়ে দুই দলের মধ্যেই ভাবনা আছে। রিজার্ভ ডে রাখা হয়েছে। একদিন খেলা না হলে আরেকদিন হবে। রায়নার বিবেচনায়, ‘বৃষ্টি নিয়ে কারও হাত নেই। আমরা আবহাওয়া নিয়ে নয়, নিজেদের খেলা কিভাবে ভাল খেলা যায়, তা নিয়েই ভাবছি।’
×