ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহবাগে নতুন ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ০৬:১৭, ১৭ জুন ২০১৫

শাহবাগে নতুন ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ প্রতীক্ষার পর আন্ডারপাসের পরিবর্তে প্রায় এক কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে রাজধানীর শাহবাগের সড়ক ইন্টার সেকশনে একটি নতুন ফুটওভার ব্রিজ তৈরি করা হচ্ছে। মঙ্গলবার সকালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ভিত্তিপ্রস্তর স্থাপিত ফুটওভার ব্রিজটিতে ওঠানামায় নাগরিকদের উৎসাহিত করতে চলন্ত সিঁড়ি সংযুক্ত করা হবে। যাতে রোগীসহ ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ এটা ব্যবহার করতে সুবিধা হয়। এ সময় মেয়র নগরবাসীকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার না করে কর্পোরেশন নির্মিত এসব ফুটওভার ব্রিজ ব্যবহারের ক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন। ডিএসসিসি সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে কেস প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এ ফুটওভার ব্রিজটি নির্মিত হলে ঢাকা মহানগরীর ট্রাফিক দুর্ঘটনা হ্রাস পাবে। একই সঙ্গে ট্রাফিক প্রবাহ ও পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার ও সচলতা বৃদ্ধি পাবে। এটি নির্মাণে আনুমানিক ব্যয় হবে ১ কোটি ৮০ লাখ টাকা। এলিফ্যান্ট রোডের দিকে এই স্থানে উত্তর-দক্ষিণ বরাবরে (জাতীয় জাদুঘর-পিজি ভবন) প্রায় ৩৩ হাজার পথচারী অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার থেকে মুক্তি পাবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালে এখানে বাসের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র মোঃ তৌহিদুজ্জামানের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ছাত্রদের আন্দোলনের মুখে ১৫ দিনের মধ্যে শাহবাগ মোড়ে আন্ডারপাস নির্মাণের প্রতিশ্রুতি দেয় ডিএসসিসি। একই বছরের ২০ নবেম্বর ডিএসসিসি প্রশাসক প্রায় তিন কোটি টাকা ব্যয়ে শাহবাগ আন্ডারপাস নির্মাণের জন্য নেয়া প্রকল্পটি অনুমোদন করেন। এরপর ২৬ নবেম্বর তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক শাহবাগ মোড়ে একটি একমুখী আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর কামরুল ইসলাম খান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনছার আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।
×