ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘শোনে না সে শোনে না’ শেষ হচ্ছে আজ

প্রকাশিত: ০৬:৫২, ১৬ জুন ২০১৫

‘শোনে না সে শোনে না’ শেষ হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ গ্রামীণ প্রেক্ষাপট নিয়ে রচিত ‘শোনে না সে শোনে না’ ধারাবাহিক নাটকের শেষ পর্ব প্রচারিত হচ্ছে এটিএন বাংলায় আজ মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে। নাটকটি রচনা করেছেন শাহীমন এবং পরিচালনা করেছেন চন্দা মাহজাবীন। এটিএন বাংলা সূত্রে জানা যায়, এ নাটকটির প্রচার শুরু হয় গত বছরের ২২ এপ্রিল। গ্রামের নাম মোল্লাকান্দি। সারা গ্রাম খুঁজলেও প্রকৃত মোল্লা খুঁজে পাওয়া দায়। বিভিন্ন মত-বিশ্বাসের মানুষ এ গ্রামে বাস করে। তবে প্রায় সবার পেশাই যেন এক, আর তা হলো গোপনে প্রেম করা আর ধুমধাম করে বিয়ে করা। যে যত বেশি বিয়ে করে তার তত বেশি দাপট আর সম্মান। বাচ্চারা অপেক্ষায় থাকে কখন তার বাবা বিয়ে করে ঘরে নতুন মা আনবে। এমনই কমেডিনির্ভর নাটক ‘শোনে না সে শোনে না’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, চন্দা মাহজাবীন, অরুণা বিশ্বাস, আরমান পারভেজ মুরাদ, হুমায়রা হিমু, আফজাল শরীফ, টুটুল চৌধুরী, নীলা, নায়লা, তানিশা, সুলতান সেলিম, নোহান, সুশান্ত শুভ, লিজা খানম, বীথি দেবনাথ, মীর জাকির, বিপনু, খানশূর নাজনীন হাসান, মাসুম, আলভী মামুন, সুজন হাবীব, তোড়া, মাহী, অভি, যুবরাজসহ আরও অনেকে। তিন বছর পর ঢাকায় যাত্রা উৎসব সংস্কৃতি ডেস্ক ॥ প্রায় তিন বছর পর ঢাকায় শুরু হয়েছে যাত্রা উৎসব। বিভিন্ন সময় শিল্পকলা একাডেমিতে কোন শৌখিন দলের দু’একটি পালা মঞ্চায়নের খবর পাওয়া গেলেও পেশাদার দলের প্যা-েল যাত্রা ঢাকায় কার্যত বন্ধই ছিল। গত ১১ জুন ঢাকার হাজারীবাগে বলাকা শিল্পীগোষ্ঠীর আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী যাত্রা উৎসব। এখানে হবিগঞ্জের চন্দ্রাবতী আপেরা গীতিনাট্য যাত্রা পরিবেশন করছে। আগামীকাল বুধবার এ যাত্রা উৎসব শেষ হচ্ছে। এ উৎসব প্রসঙ্গে বলাকা শিল্পীগোষ্ঠীর স্বত্বাধিকারী জাকির হোসেন সিকদার জানান, পঙ্গু-দুস্থ ও অসহায় শিল্পীদের সাহায্যার্থে আমাদের এই আয়োজন। রমজানের বিরতীর পর ঈদের পর থেকে আবার শুরু হবে লোক নাট্য গোছের যাত্রানুষ্ঠান। এ কয়দিনে চন্দ্রাবতী যে পালাগুলো মঞ্চায়ন করেছে সেগুলো হলো ‘কাশেম মালার প্রেম’, ‘সাগর ভাসা’, ‘গুনাইবিবি’, ‘আলোমতি প্রেম কুমার’, ‘লাইলী মজনু’ প্রভৃতি। দলের জুটি হচ্ছেন শ্যামল রানা ও পিয়া আক্তার।
×