ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনাবাদামে কমে ক্যান্সারের ঝুঁকি

প্রকাশিত: ০৬:৪২, ১৬ জুন ২০১৫

চীনাবাদামে কমে ক্যান্সারের ঝুঁকি

নিয়মিত চীনাবাদাম খেলে ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমে। যারা প্রতিদিন অন্তত ১০ গ্রাম চীনাবাদাম বা কোনও গাছ-বাদাম খান তাদের ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি অন্যদের তুলনায় কম। তবে ‘নাট বাটার’ বা বাদামের মাখন না খেয়ে সরাসরি চীনাবাদাম বা গাছ-বাদাম খাওয়া উপকারী। নেদারল্যান্ডসের মাসট্রিখট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ দাবি করেছেন। - আইএএন ম্যাগনা কার্টার ৮০০তম বর্ষপূর্তি ঐতিহাসিক ম্যাগনা কার্টায় স্বাক্ষরের ৮০০তম বর্ষপূর্তি অনুষ্ঠান ১৫ জুন। ব্রিটেনের টেমস নদীর তীরে রানিমেইড মিডোতে রাজা জন ১২১৫ সালে ম্যাগনা কার্টায় স্বাক্ষর করেছিলেন। সেখানে সোমবার বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই চুক্তির মধ্য দিয়েই সংসদীয় গণতন্ত্রের পাশাপাশি আইনের শাসনের ধারণার যাত্রাও শুরু হয়। এই ঐতিহাসিক সনদেই বিশ্ব ইতিহাসে সর্বপ্রথম ঘোষণা করা হয়, কোন দেশের রাজাসহ সবাই রাষ্ট্রীয় আইনের অধীন, কেউই আইনের ঊর্ধ্বে নন। - বিবিসি
×