ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার ওয়ানডের দিকে তাকিয়ে লিটন

প্রকাশিত: ০৬:৩১, ১৬ জুন ২০১৫

এবার ওয়ানডের দিকে তাকিয়ে লিটন

স্পোর্টস রিপোর্টার ॥ অপেক্ষার পালা শেষ হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে স্কোয়াডে থাকলেও খেলা হয়নি উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের। তবে ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্টে আন্তর্জাতিক অভিষেক হয়েছে ২০ বছর বয়সী লিটনের। এবার ওয়ানডে খেলার সুযোগ পাওয়ার অপেক্ষা। ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে আছেন দিনাজপুরের এ তরুণ ক্রিকেটার। অপরদিকে আরেক তরুণ মুস্তাফিজর রহমানের আগমন ঘটেছে ধূমকেতুর মতো। পাকিস্তানের বিরুদ্ধে টি২০ ম্যাচের দলে আসার আগ পর্যন্ত তরুণ এ পেসারের নামটাই অনেকে শোনেননি। পাকদের বিরুদ্ধে একমাত্র সে টি২০ ম্যাচে দারুণ আলো ছড়িয়েছেন মুস্তাফিজ এবং শিকার করেছেন দুই উইকেট। তিনিও ওয়ানডে দলে প্রথমবার সুযোগ পেয়ে অপেক্ষায় আছেন অভিষেকের। বাংলাদেশের জন্য ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজটা এবার খুবই গুরুত্বপূর্ণ। আইসিসি র‌্যাঙ্কিংয়ে আট নম্বর স্থান নিশ্চিত করতে হলে জিততে হবে অন্তত একটি ম্যাচ। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল। এ কারণে ভারতের বিরুদ্ধে ওয়ানডের নিয়মিত দলটা নিয়ে খেলার দিকেই মনোযোগী বাংলাদেশ। সে কারণে ওয়ানডে স্কোয়াডে থাকলেও লিটন-মুস্তাফিজের জন্য কঠিন একাদশে খেলার সুযোগ করে নেয়া। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম আঙ্গুলের ইনজুরির কারণে টেস্টে কিপিং করতে পারেননি। তাই সুযোগ পেয়েছিলেন লিটন। কিন্তু মুশফিক নিজেই জানিয়েছেন এখন আর হাতে কোন সমস্যা নেই এবং তিনি ওয়ানডে সিরিজে কিপিংয়ের জন্য প্রস্তুত। সেক্ষেত্রে লিটনের সুযোগটা আরও ক্ষীণ। তবে অপরিহার্য অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের ইনজুরির কারণে একটা সুযোগ পেতেও পারেন লিটন। টেস্ট অভিষেকেই ৭ নম্বরে নেমে ৪৫ বলে ৪৪ রানের একটি দারুণ ইনিংস খেলে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও বাংলাদেশ অধিনায়ক মুশফিকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে আরও বড় স্কোর করতে না পেরে হতাশ লিটন। তিনি বলেন, ‘ইনিংসটা ঠিকই ছিল। আমার টার্গেট ছিল ফলোঅন এড়িয়ে যাওয়া। হতে পারে আরও বড় স্কোর গড়তে পারব দলের জন্য। আমি দলকে আরও ভাল অবস্থানে নিয়ে যেতে চেয়েছিলাম। দুর্ভাগ্য যে সেটা আমি করতে পারিনি।’ টেস্ট ক্রিকেটেও আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি সবাই অভিষেকে কিছুটা দুশ্চিন্তায় থাকে। কিন্তু আমি বেশ ভালই ছিলাম।’ লিটনের এবার ইচ্ছা ওয়ানডে দলে সুযোগ পাওয়া। ওয়ানডে খেলার সুযোগ পেলে সেটা কাজে লাগাতে চান এ তরুণ। তিনি বলেন, ‘টেস্ট খেলেছি। এবার ওয়ানডে খেলার জন্য সুযোগের অপেক্ষায় আছি। খেলার সুযোগ পেলে যথাসাধ্য চেষ্টা থাকবে ভাল করে দলে টিকে থাকার। আমি চাই দলের জন্য কিছু করতে।’ একই সুযোগ চান মুস্তাফিজও।
×