ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জ্যামাইকায় জয় দেখছে অসিরা

প্রকাশিত: ০৬:১২, ১৫ জুন ২০১৫

জ্যামাইকায় জয় দেখছে অসিরা

স্পোর্টস রিপোর্টার ॥ তিনদিনেই সিরিজ ফয়সালার জ্যামাইকা টেস্টে জয় দেখছে সফরকারী অস্ট্রেলিয়া। ৩৯২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৬ রানেই ২ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য আরও ৩৭৬ রান চাই তাদের। তৃতীয় দিন শেষে ৮ রান নিয়ে ব্যাট করছেন ডোয়াইন ব্রাভো, ব্যক্তিগত ১ রানে তার সঙ্গী শেন ডরিখ। এর আগে অস্ট্রেলিয়ার ৩৯৯ রানের জবাবে প্রথম ইনিংসে ক্যারিবীয়রা ২২০ রান করে মূলত জেসন হোল্ডারের কল্যাণে। আট নম্বরে নেমে অপরাজিত ৮২ রান করেন এই অলরাউন্ডার। আর ২ উইকেটে ২১২ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে অসিরা। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে মাইকেল ক্লার্কের দল। ৮ উইকেটে ১৪৩ রান নিয়ে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। মনে হচ্ছিল, নিশ্চিত ফলোআনে পড়তে যাচ্ছে দিনেশ রামদিনের দল। ব্যাট হাতে চমক দেখিয়ে দলকে ফলোঅনের লজ্জা থেকে বাঁচিয়ে সম্মানজনক স্কোর এনে দিয়েছেন হোল্ডার। বিশ্বকাপের আগে হুট করেই তাকে যখন ওয়ানডে অধিনায়ক করা হয় অনেকেই বিস্মিত হয়েছিলেন। ‘রতনে রতন চেনে’ বলে প্রবাদ আছে। প্রধান নির্বাচক গ্রেট ক্লাইভ লয়েডসও ঠিকই চিনেছেন। মূলত পেসার হিসেবে এলেও ব্যাট হাতে ধারাবাহিকই দ্যুতি ছড়াচ্ছেন ২৩ বছরের বার্বাডিয়ান। জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে সেটি আরও একবার দেখল বিশ্ব। শেষ ২ উইকেটে এসেছে মহামূল্যবান ৭৭ রান। আর ক্রমশ খাঁটি ব্যাটসম্যান হয়ে ওঠা হোল্ডার করেছেন ৮২। শেষ পর্যন্ত তাকে সাজঘরে ফেরানোর কৌশল খুঁজে পাননি দুর্ধর্ষ অস্ট্রেলীয় বোলাররা। সতীর্থদের আসা যাওয়ার মাঝে ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন হোল্ডার। মাত্র ৬৩ বলে ১২ চার ও ২ ছক্কায় খেলেছেন অপরাজিত ৮২ রানের ম্যারাথন ইনিংস! ১৩০.২Ñ অসিদের বিপক্ষে আট নম্বরে নামা কোন ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ স্ট্রাইক রেট (হাফ সেঞ্চুরি বা তার বেশি রানের ক্ষেত্রে)। ক্যারিয়ারের অষ্টম টেস্টে দ্বিতীয় হাফ সেঞ্চুরি পাওয়া হোল্ডারের রয়েছে ১ সেঞ্চুরিও। গড় ৪০। আট নম্বর ব্যাটসম্যান হিসেবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তার চেয়ে বেশি টেস্ট গড় কেবল জন গোডার্ডের (১৯৪৮-১৯৫২)। শেষদিকে কেমার রোচকে নিয়েই ৭৭ রান যোগ করেন হোল্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে নবম উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড, সর্বোপরি তৃতীয়। জার্মেইন ব্লাকউড (৫১) ছাড়া ইনিংসে আরও কোন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি পাননি। সফরকারীদের হয়ে পেসার জস হ্যাজলউড ৫ ও স্পিনার নাথান লেয়ন নেন ৩ উইকেট। তার আগে ১৭৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে চমৎকার ব্যাটিং করে সফরকারীরা। ৬৫ ওভারে ২ উইকেটে ২১২ রানে ইনিংস ঘোষণা করেন ক্লার্ক। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৩৯৯/১০ (১২৬.৫ ওভার; স্মিথ ১৯৯, ক্লার্ক ৪৭, ভোগস ৩৭, ওয়াটসন ২৫, হ্যাজলউড ২৪, হ্যাডিন ২২; টেইলর ৬/৪৭, হোল্ডার ২/৬৪, রোচ ১/১১৩, পারমল ১/১২৪) ও দ্বিতীয় ইনিংস ২১২/২ ডিক্লে. (৬৫ ওভার; মার্শ ৬৯, ওয়ার্নার ৬২, স্মিথ ৫৪*, ক্লার্ক ১৪*; রোচ ১/২৬, পারমল ১/৮৩)। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ২২০/১০ (৫৯.৫ ওভার; হোল্ডার ৮২*, ব্ল্যাকউড ৫১, হোপ ২৬, ব্রাভো ১৪, ডরিখ ১৩; হ্যাজলউড ৫/৩৮, লেয়ন ৩/৫৫, স্টার্ক ১/৫০) ও দ্বিতীয় ইনিংস ১৬/২ (৮ ওভার; ব্রাভো ৮*; স্টার্ক ২/১) । ** তৃতীয় দিন শেষে
×