ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তসরিফার শেয়ার বিওতে জমা যে কোন দিন লেনদেন

প্রকাশিত: ০৩:৪৮, ১৫ জুন ২০১৫

তসরিফার শেয়ার বিওতে জমা যে কোন দিন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিওর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। রবিবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ার জমার কাজ সম্পন্ন হয়েছে। যে কোন দিন উভয় পুঁজিবাজারে কোম্পানিটির লেনদেন শুরু হবে। সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৪ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে। কোম্পানিটি ইতোমধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) তালিকাভুক্ত হয়েছে। জানা গেছে, প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসা তসরিফা ইন্ডাস্ট্রিজের গত ২৭ এপ্রিল লটারি অনুষ্ঠিত হয়। কোম্পানিটি আইপিওর মাধ্যমে ৬৩ কোটি ৮৭ লাখ টাকা সংগ্রহ করছে। গত ২৪ মার্চ কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৮তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন পায়। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৬ টাকা প্রিমিয়ামসহ ২৬ টাকায় কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমোদন দেয়া হয়। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। নিট এ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৪১ পয়সা। মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে বাটা সু অর্থনৈতিক রিপোর্টার ॥ ট্যানারি খাতের কোম্পানি বাটা সু ব্রোকারেজ হাউসগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। বিএসইসির নির্দেশনার প্রেক্ষিতে বাটা সু ব্রোকারেজ হাউসের কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। নির্দেশনায় বলা হয়, ব্রোকারেজ হাউস থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীরা সরাসরি তালিকাভুক্ত কোম্পানি বা মিউচুয়াল ফান্ড ঘোষিত লভ্যাংশ পাবেন না। এ লভ্যাংশ জমা হবে ঋণদাতা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে। জানা গেছে, বাটা সু হাউসগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, বিও হিসাবের তথ্য, ই-টিআইএন এবং শেয়ারহোল্ডিং পজিশন নম্বর চেয়েছে।
×