ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশিত: ০৭:৫২, ১৪ জুন ২০১৫

খালেদা জিয়ার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে কথা হয়েছে দেশের চলমান রাজনৈতিক বিষয়েও। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সাবেক প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।
×