ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাজিকিস্তান ফুটবল দল আসছে আজ

প্রকাশিত: ০৭:০৭, ১৪ জুন ২০১৫

তাজিকিস্তান ফুটবল দল আসছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ ও এশিয়ান কাপ মিশনের প্রথম পরীক্ষায় ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তাদের ৩-১ গোলে হারিয়েছে কিরগিজস্তান। এবার ক্রুইফের শিষ্যদের মোকাবেলা করতে আসছে ‘দ্য ক্রাউন’ খ্যাত এবং ১৩৯ ফিফা র‌্যাঙ্কিংধারী তাজিকিস্তান। আজ রবিবার বিকেল ৫ট ২০ মিনিটে বিমানযোগে ঢাকায় আসবে মধ্য এশিয়ার দেশটি। ১৬ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের মোকাবেলা করবে ১৬৬ র‌্যাঙ্কিংধারী বাংলাদেশ। তাজিকিস্তান র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে ২৭ ধাপ। বোঝাই যাচ্ছে, তাদের বিরুদ্ধে জেতাটা প্রায় অসম্ভবই। এ পর্যন্ত বাংলাদেশ ও তাজিকিস্তান ফিফা স্বীকৃত ৬ ম্যাচে পরস্পরের মোকাবেলা করেছে। তাজিকিস্তান জিতেছে ৪ ম্যাচ, বাংলাদেশ ১টি। ড্র হয়েছে একটি ম্যাচ। বাংলাদেশ যে ৬ বার তাজিকিস্তানের মুখোমুখি হয়েছে তার চারটিই বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ। ২০০৩ সালের ২৬ নবেম্বর ঢাকায় সে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের ফিরতি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ওই বছর ৩০ নবেম্বর দুশানবেতে। ফল ছিল একই। ২০০৭ সালের ৮ অক্টোবর বিশ্বকাপের বাছাইপর্বের হোম ম্যাচে তাজিকিস্তানকে ১-১ গোলে রুখে দিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। তবে ২৮ অক্টোবর দুশানবেতে এ্যাওয়ে ম্যাচে বাংলাদেশকে হারতে হয় ৫-০ গোলে। প্রিমিয়ার ফুটবল লীগ পেছাল ছয় দিন স্পোর্টস রিপোর্টার ॥ ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ’-এর দ্বিতীয় পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল আগামী ২০ জুন থেকে। কিন্তু তা আবার পেছানো হয়েছে। লীগ শুরুর নতুন তারিখ ২৬ জুন। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লীগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।বাংলাদেশ ও ভারত সরকারের দ্বিপাক্ষিক সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ভারতের ত্রিপুরা রাজ্যের ফুটবল দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে ২০-২৫ জুনের মধ্যে (এখনও প্রীতি ম্যাচের তারিখ নির্ধারিত হয়নি)। আর এ কারণেই লীগ পেছানোর সিদ্ধান্ত। ‘সব ক্লাবের সঙ্গে আলোচনা করে এবং তাদের সম্মতি নিয়েই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি’, বলেছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। ঢাকার বাইরে প্রিমিয়ার লীগের দুই ভেন্যু রয়েছে। তবে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম ভেন্যু পরিদর্শন শেষে বাফুফের মাঠ পরিদর্শক প্রতিনিধিরা জানিয়েছেন এই মাঠ বর্তমানে লীগ আয়োজনের উপযোগী নয়। যে কারণে এবার ঢাকার বাইরে দ্বিতীয় পর্বের ম্যাচ অনুষ্ঠিত হলেও গোপালগঞ্জ স্টেডিয়ামে কোন ম্যাচ আয়োজন করা হচ্ছে না। এই মাঠটি মুক্তিযোদ্ধা সংসদের হোম ভেন্যু ছিল। তবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রিমিয়ার লীগের খেলা অনুষ্ঠিত হবে। এটি হচ্ছে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের হোম ভেন্যু। লীগে যে দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, সেদিন প্রথম ম্যাচটি বিকেল সাড়ে ৪টা এবং পরেরটি সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।
×