ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিনোদপুর ডিগ্রী কলেজ

জনরোষে নিয়োগ পরীক্ষা হলো রাজশাহীতে

প্রকাশিত: ০৪:৩০, ১৪ জুন ২০১৫

জনরোষে নিয়োগ পরীক্ষা হলো রাজশাহীতে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি বেসরকারী কলেজের নিয়োগ পরীক্ষা জনরোষে অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে। শিবগঞ্জের বিনোদপুর ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ পদের ওই নিয়োগ পরীক্ষা শনিবার সকালে নগরীর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের আইন অনুযায়ী এ পরীক্ষা জেলার বাইরে হতে পারে না। সেখানে সরকারী কলেজ আছে। ফলে পরীক্ষাটি চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা আছে। কলেজ সূত্র জানায়, বিনোদপুর ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ পদে ১৬ জন আবেদন করেন। কিন্তু স্থানীয় সাংসদ গোলাম রাব্বানী তাঁর পছন্দের একজনকে নিয়োগ দেয়ার উদ্যোগ নিলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। ফলে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের পরীক্ষা জনরোষের কারণে বাতিল হয়। বাল্যবিয়েমুক্ত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নকে অনুষ্ঠানিকভাবে বাল্যবিয়েমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। শনিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান আনিস-উজ-জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএনও সারাবান তাহুরা। ইউপি চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান জীবনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেনÑ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এহসানুল করিম, ডিএফ মোবশ্বের হোসেন খন্দকার, শামসুল কবির মাস্টার প্রমুখ। স্বাস্থ্য ক্যাম্প স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শনিবার দিনব্যাপী দুয়ারিয়া ইউনিয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশনের আয়োজনে এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এর প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আলী। নিউএরা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে¡ বিশেষ অতিথির বক্তব্য দেন এ এইচ এম আনিসুজ্জামান পিয়াস, আবু সাঈদ বাবুল, জহুরুল ইসলাম, রুহুল আমিন ও মোস্তাফিজুর রহমান শিমুল।
×