ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইজিসিসিতে রাজেশ রামকৃষ্ণানের ইয়োগাবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৪:১৩, ১৪ জুন ২০১৫

আইজিসিসিতে রাজেশ রামকৃষ্ণানের ইয়োগাবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ শরীর ও মন সুস্থ রাখতে এখন অনেকেই ঝুঁকছেন ইয়োগার প্রতি। রাজধানীর বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ইয়োগা চর্চাকেন্দ্র। আর ইয়োগা হচ্ছে এক ধরনের যোগসাধনা। শরীরচর্চার এই প্রাচীন পদ্ধতির আশ্রয়ে বিক্ষিপ্ত মনের ওপর খুবই সহজেই আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এই সঙ্গে আপন লক্ষ্য পূরণেও জুড়ি নেই এই যোগাভ্যাসের। আসছে ২১ জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস। আর এ উপলক্ষে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) শুরু হলো ইয়োগাবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী। প্রখ্যাত ভারতীয় আলোকচিত্রী রাজেশ রামকৃষ্ণানের ক্যামেরাবন্দী ছবি নিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি। ছবিগুলোর বিন্যাসে কিউরেটরের দায়িত্ব পালন করেছেন অনীন্দ কবীর। শনিবার বিকেলে গুলশানের আইজিসিসি মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকায় ভারতীয় ডেপুটি হাইকমিশনার আসীম আর মহাজন। এ সময় উপস্থিত ছিলেন আলোকচিত্রী রাজেশ রামকৃষ্ণানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। যান্ত্রিক, কোলাহল ও অস্থিরতার শহর ঢাকায় মন ও শরীরকে অনুপ্রাণিত করতে নাগরিকের ইয়োগাচর্চার চিত্র উঠে এসেছে রাজেশের আলোকচিত্রে। রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে ধারণ করা হয়েছে রঙিন মাধ্যমের ছবিগুলো। এসব ফটোগ্রাফের মধ্যে উপস্থাপিত হয়েছে ইয়োগা শিক্ষক অনীকা রাব্বানী, সঙ্গীতজ্ঞ সমীর ওবায়েদসহ বিভিন্ন শ্রেণী-পেশার ইয়োগা চর্চাকারী। রাজেশ রামকৃষ্ণান হচ্ছেন নিবেদিত প্রাণ এক আলোকচিত্রী। সেই সুবাদে জয় করে নিয়েছেন অসংখ্য পুরস্কার। ভারতসহ বিভিন্ন দেশের প্রকাশনায় ঠাঁই পেয়েছে তাঁর ফ্রেমবন্দী ছবি। গত পাঁচ বছর ধরে জাগো শীর্ষক কল্যাণ তহবিলের ভাবনায় বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে তোলা ছবি নিয়ে তৈরি করছেন ডেস্কটপ ক্যালেন্ডার। এ বছর প্যাশন অব বাংলাদেশ প্রতিপাদ্যের ক্যালেন্ডারটি ব্যাপক সমাদৃত হয়েছে। আলোকচিত্রের প্রতি প্রবল আসক্তির সূত্রে এই আলোকচিত্র ঘুরে বেরিয়েছেন পৃথিবীর নানা দেশে। ধারণ করেছেন সেসব শহরের মানুষের যাপিত জীবন। বর্তমানে আলোকচিত্রকে শিল্পের রূপ দিতে কাজ করছেন রাজেশ। ২৪টি আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। নয় দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হবে ২১ জুন। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেলে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
×