ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতরত্ন পাচ্ছেন দিলীপ কুমার

প্রকাশিত: ০৪:১৩, ১৪ জুন ২০১৫

ভারতরত্ন পাচ্ছেন দিলীপ কুমার

সংস্কৃতি ডেস্ক ॥ উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা দিলীপ কুমার। অভিনয় জীবনের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ অনেক পুরস্কার পেয়েছেন। এবার ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরতেœ ভূষিত হতে যাচ্ছেন তিনি। ভারতরতœ হিসেবে অতিসত্বরই তার নাম ঘোষণা করা হতে পারে বলে। ৯৩ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতার কথা গুরুত্ব দিয়েই ভাবছে মোদি সরকার। সাম্প্রতিক সময়ে দিলীপ কুমারের শারীরিক অবস্থা খুব একটা ভাল যাচ্ছে না। তাই মুম্বাই থেকে দিল্লী এসে ভারতরতœ সম্মান তিনি নিতে পারবেন কি-না এ বিষয়েও অনিশ্চয়তা রয়েছে। অবশ্য সম্প্রতি মুম্বাইয়ে শশী কাপুরকে দাদাসাহেব ফালকে পুরস্কার দিয়ে আসা হয়। সেক্ষেত্রে দিলীপকেও মুম্বাইয়ে ভারতরতœ দিয়ে আসা যেতে পারে বলে প্রস্তাবনা উঠছে। এর আগে অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে গিয়ে ভারতরতœ দিয়ে এসেছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য এর আগে পদ্মভূষণ (১৯৯১), দাদাসাহেব ফালকে পুরস্কার (১৯৯৪) ও পদ্মবিভূষণ (২০১৫) পান দিলীপ কুমার। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’র মাধ্যমে রূপালী পর্দায় যাত্রা শুরু করেন তিনি। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ চলচ্চিত্রে দেখা গেছে তাঁকে। আয়া হবেন ব্রিটনি স্পিয়ার্স সংস্কৃতি ডেস্ক ॥ বছরের পর বছর আপামর ভক্তকে সুরের মায়াজালে মজিয়ে রেখেছেন বিশ্ববিখ্যাত স্বনামধন্য গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। গায়কীর খ্যাতির পাশাপাশি খামখেয়ালি আচরণ এবং বিতর্কিত মন্তব্যের জন্যও আলোচিত তিনি। সম্প্রতি অভিনেতা দম্পতি ব্র্যাড পিট এবং এ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তানের আয়ার দায়িত্ব পালনের ইচ্ছার কথা জানিয়ে আবার আলোচনায় এসেছেন। মার্কিন পপস্টার জানিয়েছেন, ব্র্যাডের সঙ্গে একবার দেখা হয়েছিল। কিন্তু পুরো পিট পরিবারের সঙ্গে দেখা করার ইচ্ছা রয়েছে। পরিবারের ছোট সদস্যদের আয়া হতে চাই। কিন্তু আয়ার দায়িত্ব সে তো সপ্তাহে সাত দিনই ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে। ব্যস্ত ক্যারিয়ার সামলে কেন আয়া হতে চান এই গায়িকা? দশভূজা হবেন না-কি? প্রশ্নের উত্তরে চিন্তাকে তুড়ি মেরে ব্রিটনির উত্তর, মজা করে।
×