ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী ৬ মাসেও আরএন স্পিনিংয়ের এজিএম হবে না

প্রকাশিত: ০৪:১০, ১৪ জুন ২০১৫

আগামী ৬ মাসেও আরএন স্পিনিংয়ের এজিএম হবে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে বহুল আলোচিত কোম্পানি আরএন স্পিনিং লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ মাসেও অনুষ্ঠিত হবে না। ইতোমধ্যে ৩টি এজিএমের সময় পার হয়ে গেলেও তা নিয়ে কোম্পানিটির মাথা ব্যথা নেই। বরং এজিএম অনুষ্ঠানে বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ, রাইট শেয়ার নিয়ে জালিয়াতি করার অভিযোগে ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর আরএন স্পিনিংয়ের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি, হস্তান্তর, বন্ধক ও উপহার দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ২০১৩ সালে বিএসইসি অন্য এক আদেশে আর এন স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের ফারুক ও সচিব হুমায়ন কবিরকে বরখাস্ত করে। জালিয়াতির অপরাধে কোম্পানিকে ১০ লাখ, ব্যবস্থাপনা পরিচালককে ৫০ লাখ, পরিচালক কিম জং সুককে ৫০ লাখ এবং পরিচালক শিরিন ফারুখকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। বিএসইসির নির্দশনাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যায় কোম্পানি। সেই থেকে চলছে আইনী জটিলতা। কোম্পানির বরাত দিয়ে ডিএসই বৃহস্পতিবার জানিয়েছে, গত ১৭ মে আদালত কোম্পানির এজিএম অনুষ্ঠানের উপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে।
×