ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে বাগেরহাটে বর ও বর-কনের বাবার কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৪৫, ১৩ জুন ২০১৫

বাল্যবিয়ে  বাগেরহাটে বর ও  বর-কনের  বাবার কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে শুক্রবার সন্ধ্যায় বাল্যবিয়ের আসরে হানা দিয়ে বিয়ে ভেঙ্গে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ের আয়োজন করার দায়ে হবু বরসহ তিনজনকে এক মাস করে কারাদ- দেয়া হয়েছে। একই সঙ্গে সকলকে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও মাসের কারাদ- দেয়া হয়। দ-প্রাপ্তরা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার শৌলাদাহ গ্রামের হবু বর শহিদুল ইসলাম, তার পিতা কেরামত আলী শিকদার ও কনের পিতা মোরেলগঞ্জের উত্তর সরালীয়া গ্রামের খলিলুর রহমান বেপারী। ইউএনও আব্দুল হালিম জানান, নবম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে হচ্ছিল এমন খবর পেয়ে তিনি ওই ছাত্রীর বাড়িতে অতিথির বেশে উপস্থিত হন। পরে বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হতে পেরে বর, তার পিতা ও কনের পিতাকে আটক করেন। এ ঘটনার পর থেকে বিয়ের কাজী আলতাফ হোসেন পলাতক রয়েছেন। তাকে আটক করার চেষ্টা চলছে বলেও ইউএনও জানান।
×