ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গলাচিপায় অপহৃত শিশু ২০ দিনেও উদ্ধার হয়নি

প্রকাশিত: ০৫:৪২, ১৩ জুন ২০১৫

গলাচিপায় অপহৃত শিশু ২০ দিনেও উদ্ধার হয়নি

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড়শিবা গ্রাম থেকে অপহৃত শিশু পঞ্চম শ্রেণীর ছাত্রী শাবনুর আখতার গত ২০ দিনেও উদ্ধার হয়নি। উপরন্তু আদালতে মামলা করায় অপহৃতার পরিবার রয়েছে হুমকির মুখে। অপহরণকারীরা প্রতিনিয়ত মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে। এদিকে, পুলিশ জানিয়েছে আদালতের এ সংক্রান্ত কোন আদেশ এ যাবত তাদের কাছে পৌঁছেনি। মামলায় অভিযোগ করা হয়েছে, বড়শিবা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী হিসাবে পরিচিত ইসমাইল ও তার দলবল গত ২২ মে শাবনুর আখতারকে অপহরণ করে। শাবনুর আখতার নানিরবাড়ি থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। অপহরণের পরে অপহৃতার পরিবার গলাচিপা থানায় আইনী সহায়তার জন্য এলেও পুলিশ তাদের সহযোগিতা করেনি। শেষ পর্যন্ত গত ২৫ মে অপহৃতার নানি বাদি হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালে ইসমাইলসহ ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
×