ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁপাইয়ে সাড়ে চার হাজার প্রতিবন্ধী সুবিধাবঞ্চিত

প্রকাশিত: ০৫:৪১, ১৩ জুন ২০১৫

চাঁপাইয়ে সাড়ে চার হাজার প্রতিবন্ধী সুবিধাবঞ্চিত

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ প্রতিবন্ধীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের পুনর্বাসনে হিমশিম খাচ্ছে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা বিভাগ। জেলার সর্ববৃহত উপজেলা শিবগঞ্জে প্রতিবন্ধীর সংখ্যা প্রায় ৮ হাজার ৬ শ’ ৯৩ জন। বর্তমানে ৪ হাজার ৪ শ’ ৫ প্রতিবন্ধী সরকারের সব ধরনের সুযোগ-সুবিধার আওতায় এলেও অর্থাভাবে এখনও বাইরে রয়ে গেছে ৪ হাজার ২৮৯ জন। সরকারী সুবিধার বাইরে পড়াতে মানবেতর জীবনযাপন করছে এ সব প্রতিবন্ধী। শিবগঞ্জ সমাজসেবা অধিদফতর জানায় সরকারের নির্দেশ অনুযায়ী উপজেলার সব প্রতিবন্ধীর পুনর্বাসনের লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এ উপজেলায় পুরুষ প্রতিবন্ধীর সংখ্যা ৪ হাজার ৫৪১ জন এবং মহিলার সংখ্যা ৪ হাজার ৪০ জন। হিজড়ার সংখ্যা ১২ জন। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত শিবগঞ্জে ১৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে প্রতিবন্ধীর মধ্যে। সর্বোচ্চ ঋণ দেয়া হয়েছে ২৫ হাজার টাকা। মাসিক ভাতা দেয়া হচ্ছে ৫শ’ টাকা। এছাড়াও চিকিৎসা সেবাসহ ১৮ জন প্রতিবন্ধী হুইল চেয়ার পেয়েছে। ইতোমধ্যে জেলা শহরে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা দিতে একটি কেন্দ্র খোলা হয়েছে। একজন কনসালটেন্ড, একজন ক্লিনিক্যাল, দু’জন থেরাপি সহকারী। সব মিলিয়ে পাঁচ সদস্যের মেডিক্যাল টিম কাজ করছে। শিবগঞ্জসহ জেলার যেসব প্রতিবন্ধী আর্থিক সহযোগিতা পচ্ছে না কিংবা তালিকাভুক্তি হওয়ার পরেও সরকারী সুবিধা থেকে বঞ্চিত রয়েছে তারা নিয়মিত চিকিৎসা সেবা পাচ্ছে। প্রতিবন্ধীদের মধ্যে যারা অর্থাৎ ৪ হাজার ২৮৯ জন সরকারী সুযোগ-সুবিধা বঞ্চিত তাদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে এমনটাই নিশ্চিত করেছে শিবগঞ্জ সমাজকল্যাণ কর্মকর্তা রবিউল আলম।
×