ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে ব্যাংক, ডাকঘর ও সঞ্চয় ব্যুরো কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রকাশিত: ০৫:৪০, ১৩ জুন ২০১৫

রাজশাহীতে ব্যাংক, ডাকঘর ও সঞ্চয়  ব্যুরো কর্মকর্তাদের  প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, ডাকঘর ও সঞ্চয় ব্যুরো কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০ টা থেকে বাংলাদেশ ব্যাংক রাজশাহীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক মাহমুদা আখতার মিনা। রাজশাহী জেলা সঞ্চয় অফিসের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় সঞ্চয় আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, বিশেষ অতিথি ছিলেন জাতীয় সঞ্চয় অধিদফতরের পরিচালক (প্রশাসন) আয়েজ উদ্দিন আহম্মদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর ব্যবস্থাপক শেখ আবদুল্লাহ, জাতীয় সঞ্চয় অধিদফতরের পরিচালক (বাজেট ও পরিকল্পনা) আবু তালেব, বাংলাদেশ ডাক অধিদফতরের পরিচালক মোখতার আহম্মেদ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক মাহমুদা আখতার মিনা প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, ডাকঘর ও সঞ্চয় ব্যুরোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
×