ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:১১, ১১ জুন ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩৩. মোহাম্মদ আলী জিন্নাহকে অনুকরণ করে পাকিস্তনের উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন কোন প্রধানমন্ত্রী? ক) মোহাম্মদ আলী বগুড়া খ) চৌধুরী মোহাম্মদ আলী গ) লিয়াকত আলী খান ঘ) খাজা নাজিমুদ্দীন ৩৪. জেলা প্রশাসক তার কাজের জন্য কার কাছে দায়ী? ক) স্থানীয় সংসদ সদস্যের খ) সংসদের গ) বিভাগীয় কমিশনারের ঘ) সরকারের ৩৫. কোন শহরটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত? ক) ঢাকা খ) সিলেট গ) গাজীপুর ঘ) নারায়ণগঞ্জ ৩৬. দেশের অবকাঠামোগত উন্নয়নের শ্রেণিভুক্ত - র. মুদ্রাস্ফীতি রোধ রর. বিমান যোগাযোগ স্থাপন ররর. সেতু বিনির্মাণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. বাংলাদেশের বর্তমান অর্থনৈকি অবস্থা কোন প্রকৃতির? ক) ধনতান্ত্রিক খ) সমাজতান্ত্রিক গ) মিশ্র ঘ) পুঁজিবাদী ৩৮. নির্বাচন কমিশন পরিচালনা করে - র. জাতীয় সংসদ নির্বাচন রর. ইউনিয়ন পরিষদ নির্বাচন ররর. পৌর কর্পোরেশন নির্বাচন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৯. কত সালে পাকিস্তানি পার্লামেন্টারি শাসনব্যবস্থা গৃহীত হয়? ক) ১৯৪৫ খ) ১৯৪৬ গ) ১৯৪৭ ঘ) ১৯৪৮ ৪০. বর্তমানে জাতীয় সংসদের আসন কতটি? ক) ৩০০ খ) ৩১৫ গ) ৩৪৫ ঘ) ৩৫০ ৪১. “বাণিজ্যিক ব্যাংককে জনসাধারণের সঞ্চিত অর্থের সুদ মূলত জনসাধারণই দিয়ে থাকে - র. ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে রর. ব্যাংককে ঋণ প্রদানের মাধ্যমে ররর. ব্যাংককে জরিমানা প্রদানের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪২. বাংলাদেশে ঘুষ-দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটার কারণ কী? ক) শিক্ষার অভাব খ) মূল্যবোধের অবক্ষয় গ) অপরাধ প্রবণতা ঘ) ভৌগোলিক সীমাবদ্ধতা ৪৩. বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করণে জাতিসংঘের কোন সংস্থা কাজ করছে? ক) ইউনিসেফ খ) ইউএন ডিপি গ) ইউনিফেম ঘ) এফএও ৪৪. কী দিয়ে ইটের দেয়ালে প্রলেপ দিলে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? ক) ইস্পাত খ) কংক্রিট ঢালাই গ) ফেরো সিমেন্ট ঘ) কাঠের ব্রেসিং ৪৫. কোনো স্থানের সময় বেলা ২ টা বাজলে তার ১ ডিগ্রি পূর্বের স্থানের সময় কী হবে? ক) ২ টা ৪ মিনিট খ) ১২ টা ৫২ মিনিট গ) ১ টা ৫৬ মিনিট ঘ) ২ টা ৫৬ মিনিট ৪৬. মায়ানমারের গড় তাপমাত্রা গ্রীষ্মকালে কত ডিগ্রি সে. এ পৌঁছায়? ক) ১৯ খ) ২৭ গ) ২৯ ঘ) ৩২ ৪৭. বাংলাদেশে টঘওঈঊঋ - এর কার্যক্রম হলো - র. নিরক্ষরতা দূরীকরণ রর. প্রতিরোধমূলক ওষুধ সরবরাহ ররর. বিজ্ঞান শিক্ষার উন্নয়ন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
×