ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংরেজি ২য় পত্র

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:০৮, ১১ জুন ২০১৫

অষ্টম শ্রেণির পড়াশোনা

১. দৈনন্দিন কাজে নতুন মাত্রা যোগ করেছে কোন মাধ্যমটি? ক) ইন্টারনেট খ) রেডিও গ) টেলিফোন ঘ) পত্রিকা ২. টেলিভিশন দেখার আধুনিক ব্যবস্থা কোনটি? ক) ফ্রিকোয়েন্সি খ) সিগন্যাল গ) ইন্টারনেট ঘ) ওয়াইফাই ৩. মানুষ কোন ধরনের জীব? ক) সামাজিক খ) অসামাজিক গ) বৈষয়িক ঘ) আবাসিক ৪. বিভিন্ন কাজের সময় তাৎক্ষণিক অবস্থা দেখা যায় কোথায়? ক) শিট ট্যাবে খ) স্ট্যাটাস বারে গ) রিবনে ঘ) অ্যাড্রেস বারে ৫. ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ঢোকার জন্য প্রয়োজন- র. মোবাইল রর. ই-মেইল ররর. পাসওয়ার্ড নিচের কোনটি সঠ্কি? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৬. নাগরিক সেবাসমূহ নাগরিকের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় তা হলো- র. মোবাইল ফোন রর. টেলিভিশন ররর. ইন্টারনেট নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৭. ফায়ারওয়াল কী? ক) রাউটার খ) নেটওয়ার্ক গ) নিরাপত্তাকর্মী ঘ) নেটয়ার্কের জন্য তৈরি নিরাপত্তা দেয়াল ৮. নেটওয়ার্ক প্রোটোকলে বর্ণিত থাকে কোনটি? ক) নিয়মনীতি খ) মিডিয়ার বর্ণনা গ) এনআইসি ঘ) ইউজারের বর্ণনা ৯. ওয়ার্কবুক সংরক্ষণ করা যায় সেটির সাহায্যে- র. অফিস বাটন রর. কুইক অ্যাকসেস টুলবার ররর. টাইটেল বার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১০. কিছু সেলের সমষ্টিকে একত্রে কী বলে? ক) সেল সমষ্টি খ) সেল রেঞ্জ গ) কলাম ঘ) রো ১১. কম্পিউটার ভাইরাস বিষয়ে সর্বপ্রথম আলোকপাত করেন কে? ক) প্রেসপার একার্ট খ) উইলিয়াম রিচি গ) জন ভন নিউম্যান ঘ) লেডি এডা ১২. কম্পিউটার ভাইরাস হলো- র. অ্যানাকুর্নিকোভ রর. কোড রেড ওয়ার্ম ররর. নিমডা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৩. টেলিফোনে কী ধরনের যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়? ক) একমুখী খ) দ্বিমুখী গ) ত্রিমুখী ঘ) চতুর্মুখী ১৪. কম্পিউটারের মেমোরিতে স্থায়ীভাবে অবস্থান করে কোন ভাইরাস? ক) সিআইএস খ) ডায়ালার গ) নিবাসী ঘ) অনিবাসী ১৫. পৃথিবীর যেকোনো জায়গা থেকে ব্যক্তিগতহ তথ্যাদি ব্যবহার করা যায় নিম্নের কোন ব্যবস্থার মাধ্যমে? ক) ড্রপবক্স খ) কম্পিউটার গ) টপোলজি ঘ) প্রটোকল ১৬. রুদ্র আউটসোসিং করতে চায়। তার প্রেয়োজন- র. কাজের দক্ষতা রর. ভাষার দক্ষতা ররর. কম্পিউটার ও ইন্টারনেট নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৭. ই-মেইলের মাধ্যমে- ক) গান শোনা যায় খ) খেলা যায় গ) ঘুরে বেড়ানো যায় ঘ) একে অন্যের সাথে যোগাযোগ করা যায় ১৮. পৃথিবীর তথ্য ভান্ডার কাদের অধিকার রয়েছে? ক) সবার খ) সাধারণ মানুষের গ) ক্ষমতাশীল মানুষের ঘ) বিশেষ পতিষ্ঠানের ১৯. নিমডা কী? ক) একটি ম্যালওয়্যার খ) বিমানবন্দর গ) একটি দেশের নাম ঘ) ওয়েবসাইট ২০. ইনফরমেশন শেয়ারিং কী? ক) তথ্য ভান্ডার খ) তথ্য সংরক্ষণ গ) তথ্য বিনিময় ঘ) তথ্য প্রদান ২১. জমিজমা সংক্রান্ত বিভিন্ন দলিল হলো- র. এসএ রর. বিএস ররর. বিআরএস নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২২. বর্তমানে তথ্য সংরক্ষণ করা হয় কীসে? ক) বইয়ে খ) ডাটাবেজে গ) কাগজে ঘ) পোস্টারে ২৩. ব্যবসায়ীরা ব্যবসার হিসাব সংরক্ষণ করার জন্য ব্যবহার করেন- র. মোবাইল রর. স্প্রেডশিট প্রোগ্রাম ররর. ডাটাবেজ সফটওয়্যার নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ২৪. বিভিন্ন তথ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে- ক) ওয়েবসাইটে খ) খবরের কাগজে গ) ইন্টারনেটে ঘ) ম্যাগাজিনে ২৫. বর্তমানে আমাদের দেশে মোবাইল ফোন অপারেটররা চিকিৎসাসেবার কোন সার্ভিসটি দিচ্ছে? ক) ইন্টারনেট খ) ঝগঝ গ) গগঝ ঘ) টেলিমেডিসিন ২৬. টাইটেল বার কোথায় থাকে? ক) এক্সেল উইন্ডোতে খ) মোবাইলে গ) কম্পিউটার নেটওয়্যার্কে ঘ) হার্ডওয়্যারে ২৭. নেটওয়ার্ক মিডিয়া হলো- র. কো-এক্সিয়েল ক্যাবল রর. অপটিক্যাল ফাইবার ররর. এনআইসি
×