ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুঃসময়ে বাউচার্ড

প্রকাশিত: ০৭:১৮, ১১ জুন ২০১৫

দুঃসময়ে বাউচার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইউজেনি বাউচার্ড। কানাডার ইতিহাসের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের ফাইনালে উঠার অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। শুধু তাই নয় টানা তিন মেজর টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছিলেন ২১ বছর বয়সী তরুণ প্রতিভাবান এই তারকা। কিন্তু চলতি মৌসুমেই বদলে গেল তার সব চিত্রনাট্য। শেষ দশ ম্যাচের নয়টিতেই পরাজয়ের স্বাদ পান তিনি। মঙ্গলবার টপসেল্প ওপেনে স্বরূপে ফেরার লক্ষ্য নিয়েই খেলতে নেমেছিলেন ইউজেনি বাউচার্ড। কিন্তু এখানেও সেই নিষ্প্রভ পারফর্মেন্স। কাজাখস্তানের ইয়ারোসøাভা শভেদোভার কাছে হার মানেন তিনি। এদিন শভেদোভা ৬-৪, ১-৬ এবং ৬-৪ গেমে পরাজয়ের স্বাদ উপহার দেন উইম্বল্ডনের ফাইনালিস্টকে। গত কয়েক মৌসুম ধরেই টেনিস প্রেমীদের নজর কাড়েন বাউচার্ড। বিশেষ করে গত মৌসুমের পারফর্মেন্স। শুধু টেনিস কোর্টের পারফর্মেন্স বললে কিছুটা কমই বলা হবে কানাডিয়ান এই তারকার ক্ষেত্রে। কোর্টের পারফর্মেন্সের বাইরেও তার রূপ-গুণে মুগ্ধ হয়ে পড়েন টেনিসপ্রেমীরা। বিজ্ঞাপনী সংস্থাগুলোও তার দিকে অতিরিক্ত নজর দেয়। টেনিস কোর্টে পারফর্ম করার পাশাপাশি জড়িয়ে পড়েন মডেলিংয়েও। কিন্তু এরপর থেকেই আর নিজেকে স্বরূপে দেখা যায়নি। বড় কোন টুর্নামেন্ট জিততে না পারলেও গত মৌসুমটা দারুণ উপভোগ করেছেন তিনি। তাই টেনিস ভক্তদের ধারণা ছিল গত মৌসুমের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার নিজেকে মেলে ধরবেন আরও ভালভাবে। কিন্তু সবকিছুই যেন বাউচার্ডের বিরোধিতা করতে শুরু করল। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে নিষ্প্রভ পারফর্মেন্স উপহার দেন তিনি। সদ্যসমাপ্ত ফ্রেঞ্চ ওপেনেও তার ব্যতিক্রম ঘটেনি। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই বিদায় নেন কানাডিয়ান এই টেনিস তারকা। এর প্রভাব পড়ে তার র‌্যাঙ্কিংয়েও। সর্বশেষ প্রকাশিত এটিপি র‌্যাঙ্কিং অনুযায়ী পাঁচ ধাপ নিচে নেমে যান তিনি। সেরা দশ থেকে ছিটকে গিয়ে বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এগারোতম স্থানে অবস্থান করছেন বাউচার্ড।
×