ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পর্দা ওঠার অপেক্ষায় কোপা আমেরিকা

প্রকাশিত: ০৭:১৬, ১১ জুন ২০১৫

পর্দা ওঠার অপেক্ষায় কোপা আমেরিকা

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছর পর আরেকবার দোয়ারে উপস্থিত লাতিন সৌন্দর্য ও শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা ফুটবল। এটি বিশ্বের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক ফুটবল আসর। চিলিতে এবারের দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরের পর্দা উঠছে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার অপেক্ষায় স্বাগতিক চিলি ও ইকুয়েডর। ৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এবারের আসরে দক্ষিণ আমেরিকার ১০ দেশের সঙ্গে মেক্সিকো ও জ্যামাইকা প্রতিদ্বন্দ্বিতা করছে। এ টুর্নামেন্টে লিওনেল মেসি ও নেইমারের দিকে তাকিয়ে আছে যথাক্রমে আর্জেন্টিনা ও ব্রাজিল। বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দল দুটি এবার কোপা শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। বিশ্বকাপ ফুটবলের পর জনপ্রিয়তার বিচারে কোপা আমেরিকা কাপকেই এগিয়ে রাখেন ফুটবল বোদ্ধারা। ফুটবলের সবচেয়ে প্রাচীন এ আসরকে ঘিরে উন্মদনার মাত্রাটা বিশ্বকাপ ফুটবলের চেয়ে কোন অংশে কম থাকে না। কেননা এখানে অংশগ্রহণ করে বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল ও জনপ্রিয় দুটি দল ব্রাজিল ও আর্জেন্টিনা। এ দুটি দলের অংশগ্রহণ যে টুর্নামেন্টে রয়েছে সেই টুর্নামেন্টের জনপ্রিয়তা যাচাইয়ের চেষ্টা করাটা বাতুলতার পর্যায়েই পড়ে! শুক্রবার থেকে আরও একবার শুরু হতে যাচ্ছে লাতিন সৌন্দর্য ও শ্রেষ্ঠত্বের লড়াই। ১৯১৬ সালে যাত্রা শুরুর পর এটি কোপা কাপের ৪৪তম আসর। এবারের আসরের আয়োজক চিলি। দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের এবারের আসরে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পুনর্মঞ্চায়ন দেখার সুযোগ পাচ্ছে ফুটবলবিশ্ব। কেননা একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে বিশ্বকাপের শেষ আটে মুখোমুখি হওয়া ব্রাজিল ও কলম্বিয়া। গত নবেম্বরে আসরের ড্র সম্পন্ন হওয়ার পর বিষয়টি নিশ্চিত হয়। আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছিল আয়োজক দেশ হিসেবে চিলি থাকবে ‘এ’ গ্রুপে। আর ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা ও ‘সি’ গ্রুপে রাখা হয় ব্রাজিলকে। যে কারণে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর গ্রুপ পর্বে দেখা হচ্ছে না। ড্রতে তিনটি গ্রুপে ১২ দলকে রাখা হয়েছে। ‘এ’ গ্রুপে স্বাগতিক চিলির সঙ্গে আছে মেক্সিকো, ইকুয়েডর ও বলিভিয়া। ‘বি’ গ্রুপে বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে, রানার্সআপ প্যারাগুয়ে ও জ্যামাইকা। ‘সি’ গ্রুপে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ব্রাজিলের সঙ্গে আছে কলম্বিয়া, পেরু ও ভেনিজুয়েলা। প্রথম পর্ব শেষে তিন গ্রুপ থেকে দুটি করে শীর্ষ দল কোয়ার্টার ফাইনালের টিকেট পাবে। ১২ জাতির এ আসরে এবার অভিষেক ঘটতে যাচ্ছে জ্যামাইকার। বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জিওর্জিও চিয়েল্লিনিকে কামড়ের দায়ে উরুগুয়ের হয়ে নয় ম্যাচ নিষিদ্ধ হওয়া লুইস সুয়ারেজকে কোপা আমেরিকায় পাচ্ছে না উরুগুয়ে। এরপরও দেশটি শিরোপা ধরে রাখার বিষয়ে আশাবাদী। স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনার দুই তারকা লিওনেল মেসি ও নেইমারের পারফর্মেন্সের ওপর অনেকাংশে নির্ভর করছে আর্জেন্টিনা ও ব্রাজিলের সাফল্য। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে কোপা আমেরিকার শিরোপা জিতবে কোন দল তা নিয়েও আলোচনা তুঙ্গে। এক্ষেত্রে এগিয়ে আছে সর্বশেষ ছয় আসরের মধ্যে চারবারই শিরোপা জয়ী ব্রাজিল। ব্রাজিলের সঙ্গে শিরোপা জয়ে শীর্ষ ফেবারিটের তকমা গায়ে আছে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের শিরোপাধারী আর্জেন্টিনারও। এ দুই দলের পাশাপাশি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েও স্বপ্ন বুনছে শিরোপার। গতবার নিজ দেশে ব্যর্থ হয় আর্জেন্টিনা। এবার তাই শিরোপা জয়ে মুখিয়ে আছে লিওনেল মেসির দল। বার্সিলোনার ফুটবল জাদুকর দীর্ঘদিন জাতীয় দলের সাফল্য না পাওয়ার বন্ধ্যত্ব ঘোচানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার সঙ্গে আছেন হিগুয়াইন, তেভেজ, ডি মারিয়াসহ একঝাঁক বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা।
×