ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লাফার্জ সুরমার লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৭:০৭, ১১ জুন ২০১৫

লাফার্জ সুরমার লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা যায়, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসের (জানুয়ারি-মে ১৫) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। উল্লেখ্য, এদিকে আজ বৃহস্পতিবার কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। তার আগের দিন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করল কোম্পানিটি। পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বোনাস বিওতে জমা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্সের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।
×