ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে বন্দুকযুদ্ধে ১২ মাওবাদী নিহত

প্রকাশিত: ০৪:১৭, ১০ জুন ২০১৫

ভারতে বন্দুকযুদ্ধে ১২ মাওবাদী নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় একটি প্রত্যন্ত জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ১২ মাওবাদী নিহত হয়েছে। বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি ঝাড়খ- রাজ্যে সোমবার রাতে সন্দেহভাজন গেরিলাদের একটি গ্রুপকে বাধা দেয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বন্দুক যুদ্ধ বাধে। মঙ্গলবার পুলিশ এ কথা জানায়। খবর এএফপির। পালামৌতে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হেমন্ত তপ্পু বলেন, মাওবাদী বিদ্রোহী সদস্যদের বাধা দেয়ার চেষ্টা করলে তারা গুলি করা শুরু করে। তিনি বলেন, এ সময় আমরাও পাল্টা গুলি ছোড়ে। এতে মাওবাদী বিদ্রোহীদের ১২ সদস্য নিহত হয়। সেখানে প্রায় ১ ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। ১৯৬০-এর দশকে ভারতে মাওবাদী বিদ্রোহ শুরু হয়। এতে হাজার হাজার লোকের প্রাণহানি ঘটে। বিদ্রোহীরা বলছে, তারা স্বায়ত্তশাসনের জন্য লড়াই করে যাচ্ছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে মাওবাদী বিদ্রোহীদের একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। বিদ্রোহীরা বলছে, তারা দরিদ্র উপজাতীয় গোষ্ঠীগুলোর জন্য জমি, চাকরি ও অন্যান্য অধিকারের দাবিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করছে।
×