ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় পতাকার অবমাননার দায়ে ঝিনাইদহে দুই প্রধান শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ০৪:০৭, ১০ জুন ২০১৫

জাতীয় পতাকার অবমাননার দায়ে ঝিনাইদহে দুই  প্রধান শিক্ষক  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৯ জুন ॥ মহেশপুর উপজেলার নোয়ানীপাড়া সরকারী প্রাইমারি স্কুলের টয়লেটের দরজায় রং দিয়ে জাতীয় পতাকা এঁকে পতাকার অবমননা করার অভিযোগে ওই স্কুলের প্রধান শিক্ষক জাফর আলী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেকেন্দার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, নোয়ানীপাড়া সরকারী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক জাফর আলী জামায়াতের রোকন। তার বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় বর্তমানে তিনি সাসপেন্ড আছেন। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেকেন্দার আলীও জামায়াতের কর্মী। তারা যোগসাজশ করে টয়লেটের দরজায় রং দিয়ে জাতীয় পতাকা এঁকে রেখেছেন। তারা জাতীয় পতাকার অবমাননা করেছেন। এতে এলাকার সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
×