ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবুল হায়াতের ঈদের নাটক ‘মলিনার এক রাত্রি’

প্রকাশিত: ০৬:০৪, ৯ জুন ২০১৫

আবুল হায়াতের ঈদের নাটক ‘মলিনার এক রাত্রি’

স্টাফ রিপোর্টার ॥ আসছে ঈদের জন্য নতুন নাটক নির্মাণ করলেন অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আবুল হায়াৎ। ‘মলিনার এক রাত্রি’ নামের এ নাটকটির গল্প লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম। নাট্যরূপ দিয়েছেন পরিচালক নিজেই। নাটক প্রসঙ্গে আবুল হায়াৎ বলেন, শুধুমাত্র হাসি-ঠাট্টাই বিনোদন নয়। দুঃখ ও আশার সঞ্চর ঘটিয়েও মানুষকে বিনোদিত করা সম্ভব। আমার এ নাটকটি গ্রামের এক ঘটনাকে কেন্দ্র করে রচিত। অতন্ত্র রাতের এক কাহিনী বর্ণিত হয়েছে এ নাটকে। নাটকের বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান, ইন্তেখাব দিনার ও ওয়াহিদা মল্লিক জলি। আসছে ঈদে এটিএন বাংলায় প্রচারের জন্য নাটকটি নির্মাণ করা হয়েছে।
×