ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেটে ব্লগার অনন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ফটো সাংবাদিক আটক

প্রকাশিত: ০৫:৫৪, ৯ জুন ২০১৫

সিলেটে ব্লগার অনন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ফটো সাংবাদিক আটক

স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকা-ে জড়িত সন্দেহে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। ইদ্রিস আলী (২৪) সিলেট শহরতলীর খাদিমনগর ইউনিয়নের ফতেহগড় গ্রামের মোঃ ইলিয়াছ আলীর ছেলে। রবিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সোমবার বিকেল ৩টায় তাকে আদালতে নিয়ে হাজির করা হয়। সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের পরিদর্শক আরমান আলী সোমবার সিলেট মহানগর হাকিম আমলী ২য় আদালতে ইদ্রিস আলীর ১৫ দিনের রিমান্ডের আবেদন জানালে মহানগর হাকিম আমলী ২য় আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়ার পর ইদ্রিস আলীকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। রিমান্ড আবেদনে সিআইডি পরিদর্শক আরমান আলী উল্লেখ করেন-প্রাথমিকভাবে জানা গেছে, অনন্ত বিজয় দাশ হত্যাকা-ের সঙ্গে ইদ্রিস আলী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এছাড়া সে একজন জঙ্গী অপরাধী চক্রের সদস্য বলেও জানা গেছে। উল্লেখ্য, গত ১২ মে সকালে নগরীর সুবিদবাজার নূরানী (দস্তিদার) দিঘীরপাড় এলাকায় অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত চার দুর্বৃত্তকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা (নং-১২(৫) ১৫) দায়ের করেন।
×