ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে সহিদুলের শিকল পরা জীবন

প্রকাশিত: ০৪:৩১, ৯ জুন ২০১৫

বাউফলে সহিদুলের শিকল পরা জীবন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৮ জুন ॥ শিকলে বেঁধে রাখা হচ্ছে মানুষিক প্রতিবন্ধী সহিদুল ইসলামকে (৪৫)। সহিদুলের বাড়ি মদনপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামে। সহিদুলে মা সাজেদা বেগম জানান, এইসএসসি পরীক্ষায় বহিষ্কার হওয়ার পর থেকে তার ছেলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অসংলগ্ন কাজকর্ম ও কথাবার্তা বলতে থাকে। গত ১০Ñ১২ বছর ধরে এ অবস্থা চলতে থাকে। সহিদুলের বাবা জনয়াল শরীফ গত ৩ বছর আগে মারা যাওয়ার পর তার অবস্থার অবনতি ঘটতে থাকে। এক পর্যায় সহিদুল বেপরোয়া হয়ে পড়লে তাকে শিকল দিয়ে ঘরে বেঁধে রাখা শুরু হয়। এভাবে তিন বছর ধরে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে। অর্থাভাবে চিকিৎসা করানো হয়নি। স্থানীয়ভাবে ঝাঁড়-ফু দিয়েছেন। কবিরাজ দেখিয়েছেন। তাতে কোন লাভ হয়নি।
×