ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানব পাচারকারীদের সংঘর্ষ ॥ রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ০৪:২৯, ৯ জুন ২০১৫

মানব পাচারকারীদের  সংঘর্ষ ॥ রোহিঙ্গা নিহত

নিজস্ব সংবাদদাতা, উখিয়া, কক্সবাজার, ৮ জুন ॥ টেকনাফে মানব পাচারকারীদলের দু’গ্রুপের সংঘর্ষে এক রোহিঙ্গা মানব পাচারকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ভোর ৪টার দিকে টেকনাফের আলীখালী লবণ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, উল্লিখিত স্থানে মানব পাচারকারী দু’সিন্ডিকেটের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় পাচারকারী দু’সিন্ডিকেটের মধ্যে গুলি বিনিময়ে আন্তর্জাতিক মানব পাচারকারী দলের সদস্য রোহিঙ্গা মোঃ শরিফের ছেলে আমানুল্লাহ আনু (৩০) নিহত হয়। নিহত আমানুল্লাহ টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরের রোহিঙ্গা। তার বিরুদ্ধে মানব পাচারসহ টেকনাফ থানায় ৬টি মামলা রয়েছে বলে টেকনাফ থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানিয়েছেন।
×