ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সবাই বলে বয়স বাড়ে, আমি বলি...

প্রকাশিত: ০৬:২৬, ৮ জুন ২০১৫

সবাই বলে বয়স বাড়ে, আমি বলি...

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিতলেন সেরেনা উইলিয়ামস। সেই সঙ্গে ক্যারিয়ারের ২০তম মেজর শিরোপা জয়ের মাইলফলক স্পর্শ করলেন আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি। শনিবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে পরাজিত করে অসামান্য এই কীর্তি গড়লেন তিনি। বয়সে তেত্রিশকেও ছাড়িয়ে গেছেন সেরেনা উইলিয়ামস। কিন্তু বয়সের ফ্রেমে নিজেকে বেঁধে রাখতে নারাজ এই আমেরিকান। তার প্রমাণ আরেকবার দিলেন টেনিসের কৃষ্ণকলি। এই বয়সেও টেনিস কোর্টে প্রতিপক্ষকে রীতিমতো নাকানি-চুবানি খাইয়ে দেয়ার অসাধারণ ক্ষমতা সেরেনার। অসাধারণ ফ্রেঞ্চ ওপেনে কুড়িতম গ্র্যান্ডসøাম জয়ের অনুভূতিটাও। এ বিষয়ে সেরেনা উইলিয়ামস বলেন, ‘এটা ঠিক স্বপ্ন বাস্তবায়নের মতোই।’ তবে তা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না সেরেনা। তাই তো সাংবাদিকদের কাছেই প্রশ্ন উড়িয়ে দেন তিনি, ‘এটা কী আসলেই আমার জীবনে ঘটেছে? ঠিক এই মুহূর্তেই কী এটা ঘটেছে? ও হ্যাঁ। আসলেই এটা অদ্ভুত এক বিষয়।’ টেনিস পরিবারের মেয়ে সেরেনা। শৈশব থেকেই সেরেনাকে টেনিসের প্রতি আকৃষ্ট করতে মরিয়া ছিলেন তার বাবা-মা। আর সেই সেরেনাই এখন বিশ্ব টেনিসের কিংবদন্তিদের একজন। তা ভেবে সেরেনা নিজেও বিস্মিত। এ বিষয়ে তিনি বলেন, ‘ক্যালিফোর্নিয়াতে আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার বাবা-মা উভয়ই চাইতেন আমি টেনিস খেলি। আর এখন আমি ২০ গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের শিরোপা হাতে। এটা আমার জন্য বিশেষ এক অর্জন। টেনিস কোর্টে হয় তো বা আমি সবসময়ই খুব বেশি ভাল পারফর্মেন্স করতে পারিনি। কিন্তু ২০ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিতে আমি খুবই সন্তুষ্ট এবং আনন্দিত।’ সেরেনার বড় বোন টেনিসেরই আরেক কিংবদন্তি ভেনাস উইলিয়ামস। কোর্টের লড়াইয়ে দুর্দান্ত ভেনাস এখন কিছুটা নিষ্প্রভ। তবে দোর্দ-প্রতাপে লড়াই করছেন সেরেনা। অবিশ্বাস্য হলেও সত্য, ১৭ বছর আগে গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে অভিষেক ঘটে তার। প্রথম মেজর শিরোপা জিতেন ১৬ বছর আগে। ১৯৯৯ সালে ইউএস ওপেন জিতে পাদপ্রদীপের আলোয় আসেন তিনি। সেই যে শুরু, এরপর আর কখনই পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর ইউএস ওপেনেই মোট ছয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সেরেনা। সমান সংখ্যক গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনেও। আর উইম্বল্ডনে শিরোপার সংখ্যা পাঁচ। কিন্তু মৌসুমের তিন গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে দারুণভাবে রাজত্ব করা সেরেনা উইলিয়ামস নিষ্প্রভ ছিলেন ফ্রেঞ্চ ওপেনে। এবারের আগে মাত্র দুইবার শিরোপা জিতেন রোঁলা গ্যারোঁয়। তবে এবার সেই সংখ্যাটাকে বৃদ্ধি করে তিনে পৌঁছে গেলেন সেরেনা উইলিয়ামস। আর স্বদেশী উইলিস মুডিকে (১৯ গ্র্যান্ডসøাম) টপকে টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ গ্র্যান্ডসøামজয়ীদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেলেন সেরেনা উইলিয়ামস। ২২ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিতে এই তালিকায় সবার উপরে অবস্থান করছেন জার্মান টেনিসের জীবন্ত কিংবদন্তি স্টেফিগ্রাফ। আর ২৪ গ্র্যান্ডসøাম জিতে সর্বকালের সেরা মার্গারেট কোর্ট। অস্ট্রেলিয়ান ওপেন জিতে চলতি মৌসুমের শুরুটা দারুণভাবেই করেছিলেন সেরেনা। ফ্রেঞ্চ ওপেনেও ধরে রেখেছেন তার পারফর্মেন্সের ধারাবাহিকতা। এ মাসের শেষের দিকেই শুরু হবে উইম্বল্ডন। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টেও এখন ফেবারিটের তকমাটা গায়ে মাখানো থাকবে আমেরিকান তারকার। তিন সপ্তাহ পর শুরু হবে উইম্বল্ডন।
×