ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে নকল কেবল কারখানার সন্ধান ॥ তিন সহোদরের কারাদণ্ড

প্রকাশিত: ০৬:১৯, ৮ জুন ২০১৫

রাজশাহীতে নকল কেবল কারখানার সন্ধান ॥ তিন  সহোদরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুত পরিবাহী নকল তার (কেবল) কারখানার সন্ধান মিলিছে। রবিবার দুপুরে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মালিক তিন ভাইকে কারাগারে পাঠিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের নেতৃত্বে র‌্যাব সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় ৩২ লাখ টাকার নকল তার পুড়িয়ে ধ্বংস করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন পুঠিয়া উপজেলার মৃত ওমর আলী মৃধার ছেলে এমদাদুল হক (৪০), জাহাঙ্গীর আলম (৩৮) ও দেলোয়ার হোসেন (৩৬)। বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহী র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর জামান জানান, রবিবার দুপুর দু’টার দিকে র‌্যাবের একটি দল পুঠিয়ার কাঁঠালবাড়ীয়া গ্রামের এবি কেবলস নামের তার তৈরির কারখানায় অভিযান চালায়। এ সময় ওই কারখানায় গিয়ে দেখা যায়, সেখানে এবি কেবলস নামে খুব সামান্য তার উৎপাদন করা হচ্ছে। তাদের কারখানায় বেশির ভাগ বিআরবি কেবলস, বিবিএস কেবলস, প্যারাডাইস কেবলস, আরবি, সুপার স্টার কেবল নামে নকল তার উৎপাদন করা হচ্ছে। এ সময় র‌্যাব সদস্যরা প্রায় ৩২ লাখ টাকার নকল তার জব্দ করে।
×