ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পার্বতীপুরে স্কুলের প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষ ॥ আহত ৭

প্রকাশিত: ০৬:১৮, ৮ জুন ২০১৫

পার্বতীপুরে স্কুলের প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষ ॥ আহত ৭

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৭ জুন ॥ পার্বতীপুরের খয়েরপুকুর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠের জায়গায় প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় চার শিক্ষক, দুই ছাত্র ও এক ছাত্রী আহত হয়েছে। প্রতিষ্ঠানের আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। গুরুতর আহত ৫ম শেণীর ছাত্রী আনিছা খাতুনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি মোশাররফ হোসেন বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় শনিবার রাত ১১টায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মোতায়েন রয়েছে। শহর থেকে ১০ কিলোমিটার দূরে ঘটনাস্থল খয়েরপুকুর হাটে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। পার্বতীপুরের ইউএনও মোঃ রাহেনুল ইসলাম রবিবার দুপুরে জানান মামলা করার পর পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখছেন।
×