ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১০ টাকা চাঁদা না দেয়ায় ভ্যানচালক হাসপাতালে

প্রকাশিত: ০৬:১৭, ৮ জুন ২০১৫

১০ টাকা চাঁদা না দেয়ায় ভ্যানচালক হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, সাভার, ০৭ জুন ॥ ওদের দাবিকৃত চাঁদার পরিমাণ ছিল মাত্র দশ টাকা। কিন্তু, নিরীহ ভ্যানচালক ওই দশ টাকা চাঁদা দিতে অস্বীকার করে। আর, এ কারণেই প্রচ- ক্ষিপ্ত হয়ে উঠে চাঁদা দাবিকারীরা। পিটিয়ে গুরুতর জখম করে ওই ভ্যানচালককে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে। চাঁদা দাবিকারীরা আর কেউ নয়Ñ ট্রাফিক পুলিশের দু’ কনস্টেবল। আর, ঘটনাটি ঘটেছে রবিবার সকালে আশুলিয়া থানাধীন ব্যস্ততম বাইপাইল বাসস্ট্যান্ডে। জানা গেছে, সকাল পৌনে নয়টার দিকে বলিভদ্র বাজার থেকে আমের ঝুড়ি বোঝাই করে বাইপাইল আড়তে যাওয়ার সময় রুপসা হোটেলের সামনে ট্রাফিক পুলিশের কনস্টেবল লতিফ ও মালেক ভ্যানচালক আতব আলীর কাছে ১০ টাকা চাঁদা দাবি করে। এ সময় এক ট্রাফিক সার্জেন্টও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু, নিরীহ ভ্যানচালক চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে কোন কিছু বুঝে উঠার আগেই ওই দু’ট্রাফিক পুলিশ লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে।
×