ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই বাংলার চলচ্চিত্রে মিম

প্রকাশিত: ০৪:০৭, ৬ জুন ২০১৫

দুই বাংলার চলচ্চিত্রে মিম

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্রে টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা সোহমের সঙ্গে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিম। নাম ঠিক না হওয়া এ চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করবে বাংলাদেশের কিবরিয়া ফিল্মস এবং কলকাতার দ্য ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া। চলচ্চিত্রটি পরিচালনা করবেন ভারতের রাজাচন্দ্র এবং বাংলাদেশের কামাল মো. কিবরিয়া লিপু। এ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন প্রযোজক এবং বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট কামাল মো. কিবরিয়া লিপু। চলতি মাসের শেষে এ চলচ্চিত্রের শূটিং শুরু হবে বলে তিনি জানান। সম্প্রতি প্রযোজক পরিচালক লিপু সোহমকে চুক্তিবদ্ধ করে এসেছেন বলে জানিয়েছেন। লিপু জানান, সোহম এবং মিমকে আপাতত চূড়ান্ত করা হয়েছে। বাকি শিল্পী কলাকুশলী এবং চলচ্চিত্রর নাম সহসাই চূড়ান্ত করা হবে। সুন্দর একটি গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ হবে বলে তিনি জানান। এছাড়া নতুন নতুন চলচ্চিত্রে অভিনয় ও নতুন নতুন বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন লাক্স সুপারস্টার মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। গত মাসে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে জুটিবদ্ধ হয়ে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এরপর আবারও নতুন একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। পিপলুর নির্দেশনায় কেয়া লেমন সোপের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। সম্প্রতি রাজধানীর দুটি ভিন্ন লোকেশনে বিজ্ঞাপনটির শূটিং সম্পন্ন হয়েছে। এ বিজ্ঞাপন প্রসঙ্গে মিম বলেন, আমার নতুন বিজ্ঞাপনের গল্প খুব চমৎকার। আমি চেষ্টা করেছি গল্পের সঙ্গে সঙ্গতি রেখে কাজ করতে। পিপলু ভাই খুব যতœ নিয়ে কাজটি করেছেন। আশা করি বিজ্ঞাপনটি প্রচার হলে দর্শকদের ভাল লাগবে। এদিকে আসছে ঈদে মিম অভিনীত তার জীবনের সেরা চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’ মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন তন্ময় তানসেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইমন। এছাড়া এরইমধ্যে মিম শেষ করেছেন ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’ চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে আছেন বাপ্পী চৌধুরী।
×