ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানে ইসলামিক স্টেটের প্রভাব বাড়ছে

প্রকাশিত: ০৩:৫৮, ৬ জুন ২০১৫

পাকিস্তানে ইসলামিক স্টেটের প্রভাব বাড়ছে

পাকিস্তানে গত মাসে একটি বাসে পরিচালিত এক বোমা হামলার ঘটনায় ইসলামিক স্টেটের (আইএস) ক্রমবর্ধমান প্রভাব লক্ষ্য করা যায়। করাচিতে সংঘটিত ওই হামলায় শিয়া ইসমাইলিয়া সম্প্রদায়ের ৪৫ ব্যক্তি নিহত হয়েছিল। আইএস এটিই পাকিস্তানে তাদের প্রথম হামলা বলে দাবি করে। তদন্তকারীরা বলছেন, স্থানীয় এক কুখ্যাত সাম্প্রদায়িক দল মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্কের বিস্তার ঘটাতে ওই হত্যাকা- ঘটিয়ে থাকতে পারে। আইএস ত্বরিত ওই হামলার দায়দায়িত্ব স্বীকার করে। এ প্রথম জিহাদীরা পাকিস্তানে কোন হামলার পেছনে তাদের হাত থাকার কথা জানায়। তারা ইরাক ও সিরিয়ার বিরাট ভূখ- দখল করে সেখানে ‘খিলাফত’ ঘোষণা করেছে। ইসলামাবাদ পাকিস্তানে আইএসের তৎপর থাকার কথা সরকারীভাবে অস্বীকার করে। খবর এএফপির।
×