ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দারিদ্র্য ও অসমতা হ্রাসে উদ্যোগ

প্রকাশিত: ০৭:৪৪, ৫ জুন ২০১৫

দারিদ্র্য ও অসমতা হ্রাসে উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দারিদ্র্য ও অসমতা হ্রাসে উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য কর্মসংস্থান ও মজুরি বৃদ্ধির উদ্যোগ থাকবে আগামী বাজেটে। বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী এ বিষয়টি তুলে ধরেছেন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ২০০৮ সালের পর থেকে বিশ্বের অনেক দেশই কর্মসংস্থানহীন প্রবৃদ্ধির সঙ্কটে নিপতিত হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসেব মতে মন্দাপূর্ব সময়ের তুলনায় বিশ্বে বেকার লোকের সংখ্যা ৩১ মিলিয়ন বেড়ে ২০০৪ সালে ২০১ মিলিয়নে দাঁড়িয়েছে। অথচ আমরা ২০১০ সাল হতে ২০১৩ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে দেশের অভ্যন্তরে ১ দশমিক ৩ মিলিয়ন এবং দেশের বাইরে দশমিক ৫ মিলিয়ন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করেছি। জি টু জি পদ্ধতিতে যৌক্তিক অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া, সৌদি আরব, জর্দান ও দক্ষিণ কোরিয়ায় কর্মী প্রেরণ করছি। তারপরও সরকারে ঐকান্তিক প্রচেষ্টায় বিভিন্ন দেশে অবৈধভাবে কর্মরত প্রায় ১১ লাখ বাংলাদেশীকে বৈধভাবে কাজ করার অনুমতি পাইয়ে দিয়েছি। ফলে দারিদ্র্র্য ও অসমতা হ্রাসে অনেকখানি ভূমিকা রেখেছে।
×