ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানবপাচার রোধে আইন সংশোধন হতে পারে

প্রকাশিত: ০৬:২৪, ৫ জুন ২০১৫

মানবপাচার রোধে আইন সংশোধন হতে পারে

স্টাফ রিপোর্টার ॥ মানবপাচার প্রতিরোধে সরকার আইন সংশোধনের চিন্তা করছে। বৃহস্পতিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মন্ত্রী বলেন, আমরা মাদকদ্রব্য পাচার ও মানবপাচারসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। পাচারকারীদের কঠিন শাস্তি দিতে বিধান পরিবর্তন করতে হবে। ৫৯ পুলিশ সুপারের পদোন্নতি ও বদলি স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি ও বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। বদলিকৃতদের বেশিরভাগ কিছুদিন আগে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছিলেন। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপারকে ওই একই বিভাগের পুলিশ সুপার, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সানা শামীনুর রহমানকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে পুলিশ সুপার, পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে এসপিবিএনের পুলিশ সুপার হিসেবে বদলীসহ ৫৯ কর্মকর্তাকে বদলির নির্দেশনা দেয়া হয়েছে। ১০ জুন থেকে বাণিজ্য ও পর্যটন মেলা স্টাফ রিপোর্টার ॥ ১০ জুন থেকে শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী ৯ম আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলা-২০১৫। নিত্যপ্রয়োজনীয় পণ্য পর্যটন সেবার আয়োজনে ঢাকাস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, কুড়িলে অনুষ্ঠিতব্য ওই মেলা শেষ হবে ১৪ জুন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে কনফারেন্স এ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড ও সেমস বাংলাদেশ। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কনজ্যুমার, ইলেক্ট্রনিকস, হাউস হোল্ড পণ্য, আর্ট এ্যান্ড ক্রাফট, লাইফ স্টাইল, ফুড এ্যান্ড বেভারেজ এবং পর্যটন প্রতিষ্ঠানের একাধিক স্টল থাকবে। এছাড়াও দর্শনার্থীদের জন্য লোকজ উৎসবের আয়োজন থাকছে।
×